শেষ আপডেট: 4th November 2023 16:21
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে কুড়ি কোটি কোটি। তারপর এক লাফে সেটাই হয়ে গেল ২০০ কোটি। দিন গড়াতে না গড়াতেই ২০০ কোটি থেকে হয়ে গেল ৪০০ কোটি! মুকেশ আম্বানির কাছ থেকে চাওয়া টাকার অঙ্ক ঠিক এইভাবেই লাফিয়ে বাড়ছিল। বিখ্যাত শিল্পপতিকে হুমকি দেওয়া হয়েছিল, টাকা না দিলেই প্রাণে মেরে ফেলা হবে। পরের পর সেই হুমকি-ইমেল রহস্য উদঘাটন করল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তেলেঙ্গানা থেকে ১৯ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের নাম গণেশ রমেশ বনপর্ধি। তাকে আগামী ৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
গত মাসের শেষ দিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কাছে ইমেল মারফত একের পর এক খুনের হুমকি আসছিল। প্রথম ইমেলে ২০ কোটি টাকা চাওয়া হয়েছিল। ভয় দেখানো হয়েছিল, টাকা না দিলেই প্রাণে মেরে ফেলা হবে। তারপর সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২০০ কোটিতে। তৃতীয় ইমেলে এক লাফে আরও ২০০ কোটি বাড়িয়ে মোট ৪০০ কোটি টাকা চাওয়া হয়। প্রথম ইমেলটি পাওয়ার পরে ২৭ অক্টোবর মুকেশ আম্বানির সিকিউরিটি ইনচার্জ-এর তরফে মুম্বই পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ।
তাতে জানা যায়, যে ইমেইল আইডি থেকে হুমকি দেওয়া হচ্ছিল সেটি সাদাব খান নামে এক ব্যক্তির। মেলগুলি পাঠানো হয়েছে বেলজিয়াম থেকে। পুলিশ তদন্ত করে দেখছে, এটাই অভিযুক্তের সঠিক আইডি নাকি জাল পরিচয় পত্র ব্যবহার করে এই ইমেল আইডি খুলে হুমকি দেওয়া হচ্ছিল।
এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি। গত বছর আম্বানি পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে বিহারের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। সেই ঘটনায় অভিযুক্ত মুম্বইতে আম্বানি পরিবারের বাড়ি অ্যান্টিলিয়া সহ এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটাল বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি দিয়েছিল।