শেষ আপডেট: 9th January 2024 20:41
দ্য ওয়াল ব্যুরো: ডেভিড ওয়ার্নার এমন এক তারকা যিনি সবসময় খবরে ভেসে থাকতে চান। তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলে ঘরের মাঠেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তিনি অবশ্য দেশের হয়ে টৌ ২০ ক্রিকেট ও আইপিএল খেলবেন ফ্রাঞ্চাইজি দলের পক্ষে।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সম্প্রতি একটি জমকালো বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছিল। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনকে সাক্ষাৎকার দিয়েছেন ওয়ার্নার। সেই সাক্ষাৎকারে তিনি ফাঁস করেছেন দু’হাজার পাতার আত্মজীবনী আসছে বলে।
ওয়ার্নার জীবনে কী এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যার জন্য এত বড় আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি? মূলত, নিজের বর্ণাট্য ক্রিকেট কেরিয়ারের নানা দিক নিয়েই এত বড় আত্মজীবনী লিখেছেন নামী তারকা।
ওয়ার্নারের আত্মজীবনীর একটি বড় অংশ হতে চলেছে ২০১৮ সালের বল ট্যাম্পারিং কাণ্ড। সেই ঘটনায় নাম জড়িয়ে গিয়েছিল অস্ট্রেলীয় কিংবদন্তির। বিদায়ের আগে যে ঘটনাকে উল্লেখ করে ওয়ার্নারকে ‘খলনায়ক’ ঘোষণা করেন মিচেল জনসন। ওয়ার্নারকে কেন বোর্ডের তরফ থেকে বিদায় সংবর্ধনা জানানো হবে, সেই নিয়ে আপত্তির কথাও তুলেছিলেন জনসন।
নিজের আত্মজীবনী নিয়ে ওয়ার্নার বলেন, ‘আমার আত্মজীবনীতে মশলা ঠাসা থাকবে। সেটি সকলের কাছে আগ্রহের বিষয় হবে, এটা আমি বলতে পারি। আমার মনে হয় সেই বইটিতে এমন অনেক কিছু থাকবে, যা মানুষকে উৎসাহিত করবে।’
অজিদের দলের নামী ব্যাটার বলছেন, ‘আমাকে এখন কয়েকটি অধ্যায় সম্পাদনা করতে হবে। আরও কিছু আছে, যেগুলো নতুন যোগ করা হয়েছে। এটি ছিল দেড় হাজার পৃষ্ঠার, এখন এটি সম্ভবত দু’হাজার পাতার বই হবে।’
ওয়ার্নার অবশ্য জানিয়ে রেখেছেন তিনি যেহেতু এখনও খেলছেন। তাই এমন কোনও বিষয় সামনে আনবেন না, যা নিয়ে অহেতুক বিতর্ক হতে পারে।