শেষ আপডেট: 20th June 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে বহুতল আবাসন থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেডিভ জনসন। বয়স হয়েছিল ৫২ বছর। রেখে গেলেন স্ত্রীসহ এক সন্তানকে। ভারতের হয়ে দুটি টেস্ট খেলেছিলেন জনসন। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলেছিলেন এই প্রাক্তন পেস বোলার। তিনি দলে এসেছিলেন জাভাগল শ্রীনাথের বদলে। দিল্লিতে ওই ম্যাচে ১৫৮ কিমি গতিতে বোলিং করে চমক দেখিয়েছিলেন।
দীর্ঘদিন ধরেই জনসন মানসিক অবসাদে ছিলেন। বাজারে অনেক ঋণ হয়ে গিয়েছিল। সেই নিয়ে পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে খবর।
জনসনের মৃত্যুর খবর পেতেই অনিল কুম্বলে এক্স হ্যান্ডলে জানিয়েছেন, আমার বহুদিনের সতীর্থ ডেভিড জনসনের আকস্মিক মৃত্যুতে আমি ব্যথিত। কত স্মৃতি মনে পড়ছে, যাওয়ার কেন এত তাড়া ছিল বেনি? (জনসনকে এই নামে ডাকতেন সতীর্থরা)। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই বেঙ্গালুরুর এম জি রোডের প্যারাডাইস অ্যাপার্টমেন্টের চারতলার ফ্ল্যাট থেকে তিনি ঝাঁপ দেন। স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, জনসনের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত করা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানাতেও নিয়ে যাওয়া হয়েছে।
কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে বড় তারকা ছিলেন জনসন। তিনি কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ইনিংসে দশ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। এই ডানহাতি জোরে বোলার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে হার্সেল গিবস, ব্রায়ান ম্যাকমিলানকে আউট করেছিলেন। এমনকী অজিদের বিরুদ্ধে ম্যাচে জনসন বোল্ড করেন মাইকেল স্ল্যাটারকে।