শেষ আপডেট: 25th June 2024 16:56
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের অস্ট্রেলিয়া আর ফুটবলের জার্মানি। তাদের মধ্যে একটা আলাদা জাত্যাভিমান রয়েছে, বিপক্ষ দলকে হেয় করার মানসিকতা থাকে। তাদের মধ্যে সারাক্ষণ অহংবোধ কাজ করে, আমরাই সেরা। বাকিদের সেই তালিকায় রাখতেই চায় না।
সুপার এইট থেকে অস্ট্রেলিয়ার বিদায়, ক্রিকেটে একটা অবাক করার মতো ঘটনা। কয়েকমাস আগেও তারা ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, তারাই টি ২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল করুণভাবে।
ভারতের কাছে সোমবারের হার তাদের কাছে টার্নিং পয়েন্ট হয়ে থাকল। ম্যাচে কোনওসময়ই মনে হয়নি মিচেল মার্শের দল জিততে পারে। ব্যাটে কিংবা বলে তারা ছাপ রাখতে ব্যর্থ। হারের পরেও অজিরা সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু মাঠের মতোই মাঠের বাইরেও তাদের হার অনিবার্য হয়ে গিয়েছে।
সকালে আফগানিস্তান বিপক্ষ বাংলাদেশকে হারাতেই কামিন্স, ওয়ার্নারদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। ক্রিকেটে নতুন করে উত্থান আফগানদের। অস্ট্রেলিয়া টি ২০ ক্রিকেটে তিনবারের চ্যাম্পিয়ন দল, আফগানরা সেদিনও ছিল দুধের শিশু, সেই রশিদরা হয়ে উঠলেন গলিয়াথ, আর লিলিপুট অজিবাহিনী।
এরমধ্যেই দেখা গিয়েছে, অস্ট্রেলিয়ার নামী তারকা ডেডিভ ওয়ার্নারের নীরবে বিদায়। তিনি আগেই ঘোষণা করেছিলেন, টি ২০ ক্রিকেটে যাই ফলই হোক না কেন, তিনি অবসর নেবেন জাতীয় দল থেকে। ভারতের বিরুদ্ধে খেলা শেষে ওয়ার্নারের ক্ষেত্রে দেখা গেল, সতীর্থরা তাঁকে গার্ড অব অনার পর্যন্ত দিলেন না। তিনি নিভৃতে, চোখের জলে সরে গেলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
ওয়ার্নারের মতো ক্রিকেটারের বিদায় এমন সাধারণভাবে হবে, কেউ ভাবতেই পারছেন না। রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি বলেছেন, ‘‘ওয়ার্নার তোমার দেশের প্রতি অবদান ভোলা যাবে না। কিন্তু তুমি সরে যাচ্ছ এই মুহর্তটা আমাদের কাছে বিষাদের।’’
অজি অহংবোধ এবার ধুলোয় মিশে গিয়েছে। ভারতকে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারিয়ে হাওয়ায় ভাসছিলেন প্যাট কামিন্সরা। তিনি সেদিনও আমেরিকায় টি ২০ বিশ্বকাপ খেলতে এসে বলেছিলেন, ‘‘আমরা শেষ চারে যাবই, বাকিরা কারা যাবে, সেটি আমার জানা কথা নয়!’’