শেষ আপডেট: 11th June 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: খুনের অভিযোগে গ্রেফতার প্রখ্যাত কন্নড় চলচ্চিত্রাভিনেতা দর্শন তুগুদীপা এবং তাঁর স্ত্রী পবিত্রা গৌড়া। মঙ্গলবার এক ব্যক্তিকে খুনে জড়িত অভিযোগে প্রথমে দর্শন এবং পরে পবিত্রাকে গ্রেফতার করে পুলিশ। কর্নাটকে অত্যন্ত জনপ্রিয় ৪৭ বছর বয়সি এই কন্নড় অভিনেতা এবং তাঁর স্ত্রীকে মাইসুরুর একটি খামারবাড়ি থেকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় বেঙ্গালুরুতে। পরে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ দৃঢ় হওয়ায় গ্রেফতার হন সস্ত্রীক দর্শন।
এই দুজন ছাড়াও খুনে জড়িত সন্দেহে আরও ১০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ৩৩ বছরের রেণুকাস্বামীকে বেঙ্গালুরুতে সুমনাহল্লি সেতুর কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। চিত্রদুর্গার একটি নামী ওষুধের দোকানে তিনি কাজ করতেন। ওই ব্যক্তি দর্শনের দ্বিতীয় স্ত্রী, মতান্তরে 'বান্ধবী' পবিত্রাকে অপমানজনক মেসেজ পাঠিয়েছিলেন বলে সন্দেহ।
গতকাল, সোমবার পুলিশের হাতে ধৃত ৩ জন খুনের কথা স্বীকার করেছে। তাদের জবানবন্দি অনুসারে, দর্শনের নির্দেশেই তারা খুন করে। রেণুকাস্বামীর বাবা-মা ছেলে নিখোঁজ হওয়ার একটি ডায়েরি করেছিলেন। তারপরেই গত ৯ জুন মৃতদেহ উদ্ধারের পর খুনের মামলা রুজু হয়।
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় নায়কদের মধ্যে একজন হলেন দর্শন। শুধু অভিনয় নয়, স্যান্ডালউড বা বেঙ্গালুরু ফিল্ম ইন্ডাস্ট্রির নির্মাতা ও পরিবেশক হিসেবেও তাঁর দেশজোড়া খ্যাতি আছে। তাঁর সাফল্যের খাতায় বেশ কিছু সিনেমা আছে, যা সুপারডুপার হিট হয়েছে। বেশ কয়েকটি পুরস্কারও আছে তাঁর সার্থকতার তালিকায়।
পবিত্রাও চলচ্চিত্র নায়িকা। কেউ বলেন তাঁদের বিয়ে হয়েছে। কারও মতে, তিনি দর্শনের বান্ধবী। প্রথম স্ত্রী বিজয়া লক্ষ্মী দর্শনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনায় এর আগে দিন ১৪ হাজতবাস করতেও হয়েছে নায়ককে। তারপর থেকে তাঁরা আলাদাই থাকেন বলে গুঞ্জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেণুকাস্বামীকে দর্শনের গ্যারাজে খুন করা হয়। একাধিক অস্ত্র দিয়ে আঘাত করে খুন করার সময় সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা। দর্শন ও পবিত্রার সম্পর্ক নিয়ে গত এক দশক ধরে কন্নড় চলচ্চিত্র জগতে চর্চা চলছে। বিয়ে করা বউ থাকতেও সহ অভিনেত্রী পবিত্রাকে নিয়েই থাকতেন নায়ক। যা নিয়ে বিতর্ক, গুঞ্জন, জল্পনা ছিল স্যান্ডালউড ওরফে বেঙ্গালুরু সিনেপাড়ায়।
পুলিশ আরও জানিয়েছে, মৃত যুবকের দেহের অধিকাংশটাই কুকুরে খুবলে খেয়ে ফেলেছিল। সামনের এক আবাসনের নিরাপত্তারক্ষীর কাছ থেকে প্রথমে খবর পায় পুলিশ। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, পুলিশ তদন্ত করে দেখছে। এই খুনে তিনি জড়িত কিনা তা তদন্তের পরেই বলা যাবে। তবে কন্নড় অভিনেত্রী রামিয়া এই ঘটনায় দর্শনের যাবজ্জীবন সাজা চেয়ে একটি টুইট করেছেন।