শেষ আপডেট: 7th October 2024 22:16
দ্য ওয়াল ব্যুরো: আগামী নভেম্বর মাসে অবসর নিতে চলেছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শীর্ষ আদালত সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি অবসর গ্রহণ করবেন। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
কারণ, এই মুহূর্তে সবচেয়ে চর্চিত আরজি কর মামলা শুনানি চলছে সুপ্রিমকোর্টে। প্রধান বিচারপতি স্বতস্ফূর্তভাবে ওই মামলা গ্রহণ করেছিলেন। শুনানির মাঝ পথে তিনি অবসর নিলে মামলার কী হবে, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। যদিও আইনজীবীদের মতে, প্রধান বিচারপতির পাশাপাশি ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। ফলে প্রধান বিচারপতি অবসর নিলে তাঁর পরিবর্তে অন্য কেউ দায়িত্বে আসবেন। তাতে মূল মামলায় কোনও প্রভাব পড়ার কথা নয়।
আরজি কর মামলার দ্রুত বিচারের দাবিতে টানা ধর্না-অবস্থানের পাশাপাশি গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে তাঁদের অনশনে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতির অবসরের বিষয়টি সামনে আসায় আন্দোলরত চিকিৎসকরাও বিচলিত। তাঁদের কথায়, "আমরা আইনের অত কিছু বুঝি না। আমাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর।'
শীর্ষ আদালত সূত্রের খবর, আরজি কর সংক্রান্ত একাধিক মামলা চলছে সুপ্রিমকোর্টে। এর মধ্যে কর্মক্ষেত্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখে জাতীয় টাস্ক ফোর্সকে পরামর্শ দেওয়ার কথা বলেছিলেন প্রধান বিচারপতি। অবসরের আগেই তিনি এই সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ করেন কিনা, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।
জানা যাচ্ছে, শুধু আরজি কর নয়, এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে প্রধান বিচারপতির এজলাসে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য, শিল্প মদ নিয়ন্ত্রণ করার অধিকার নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির ক্ষমতার বিভাজন সংক্রান্ত একটি মামলা। এই মামলার রায়ের ওপর নির্ভর করবে মদের কর বাবদ কেন্দ্র এবং রাজ্যগুলি কে কত রাজস্ব আদায় করতে পারবে।
এছাড়াও এনআরসি নিয়ে অসমের একটি মামলা, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) সংখ্যালঘু মর্যাদা সংক্রান্ত বিষয়-সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে প্রধান বিচারপতির এজলাসে।