প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও ঊষা উত্থুপ
শেষ আপডেট: 17th September 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো: “আপনি এখানে কী করছেন? কলকাতার ঘটনা নিয়ে রায় দেবেন কবে!” সরাসরি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে এমনই প্রশ্ন করে বসলেন সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতির মুখোমুখি হয়েছিলেন গায়িকা। সেখানেই আরজি করের ঘটনা প্রসঙ্গে প্রধান বিচারপতিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন তিনি।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। কিন্তু তার আগের দিন কেন তিনি দিল্লির নারীশক্তি সংক্রান্ত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হলেন, প্রধান বিচারপতিকে সামনে পেয়ে সটান প্রশ্ন করেন গায়িকা।
কলকাতার প্রতি ঊষার ভালোবাসার কথা কারও অজানা নয়। কলকাতা থেকেই তাঁর জীবনের পথ চলা শুরু। সে গান হোক বা আবেগ, কলকাতার টানেই বারবার ছুটে আসা। আরজি করে পড়ুয়া-ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার তীব্র নিন্দা করে ‘জাগো রে’ নামে একটি গানও গেয়েছেন গায়িকা।
তবে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন ওই অনুষ্ঠানে উপস্থিত এক অতিথি। চন্দ্রা আর শ্রীকান্ত নামে ওই অতিথিই সোশ্যাল মিডিয়ায় পুরো বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে দেখা মাত্র প্রশ্ন করেন, ‘‘আপনি এখানে কী করছেন? আপনি আদালতে না থেকে এখানে! কলকাতার ঘটনা নিয়ে কবে রায় দেবেন? আপনার দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে।”
ঊষার প্রশ্নের উত্তরে প্রধান বিচারপতি ঠিক কী জানিয়েছেন তা জানা যায়নি। কিন্তু গায়িকার এমন প্রশ্ন ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জন। এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে লেখেন, সত্যি! প্রধান বিচারপতিকে সরাসরি এমন প্রশ্ন করলেন? আরেকজন লেখেন, ওঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অনেকগুণ বেড়ে গেল।