শেষ আপডেট: 11th September 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: টাকা ভর্তি মানিব্যাগ ফেরত দিলেন গুরুগ্রামের অটোচালক। ব্যাগে থাকা কার্ড বা ডায়মন্ডের চেনও ছিল যথাযথ অবস্থায়। খবরটি দ্রুত ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাহবা দিচ্ছেন নেটিজেনরা।
সম্প্রতি লিঙ্কডইনে একটি পোস্ট করেন অর্ণব দেশমুখ নামে এক ব্যক্তি। তিনিই বিষয়টি প্রকাশ্যে আনেন। জানান, কিছুদিন আগে তাঁর বান্ধবী গুরুগ্রাম এলাকায় বাড়ি স্থানান্তর করছিলেন। সেসময় কাজের মাঝেই মানি ব্যাগটি অটোতে ভুলে যান তিনি। ইউপিআই পেমেন্ট করে ভাড়া মিটিয়ে ব্যাগটি নিতে ভুলে যান।
বাড়ি এসে ব্যাগ নেই দেখে দু'জনেই চিন্তায় পড়েন। ব্যাগে স্বভাবতই আধার, প্যান, ডেবিট, ক্রেডিট-সহ একটি সোনার চেন ছিল। যার লকেট ছিল ডায়মন্ডের। ব্যাগটির বিষয়ে গুরুগ্রাম পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ বিকেলে অটোচালককে ট্র্যাক করার চেষ্টা করেন।
যদিও কিছুক্ষণ পর ওই মহিলা তাঁর প্রপার্টি ম্যানেজারের কাছ থেকে ফোন পান এবং জানতে পারেন, অটোচালক মনিরুল জামান ব্যাগটি ফেরত দিয়ে গেছেন। ব্যাগ হাতে পাওয়ার পর দু'জনই দেখেন সব ঠিক আছে। ব্যাগের ভিতর কিছুই এদিক ওদিক হয়নি। যা ছিল তাই রয়েছে।
লিঙ্কডইনের পোস্টে ব্যক্তি লেখেন, ব্যাগে টাকা পয়সার চেয়েও বেশি দামী চেইনটা ছিল। যেহেতু ওই চেইনটি উপহার হিসেবে তাঁর বন্ধুকে দিয়েছিলেন ঠাকুমা ও মা। তাঁরা ব্যাগ খুলে দেখেন কিছুতে হাত পড়েনি। অর্ণববাবু বলেন, "এটা দেখে মনে হয়েছে, ভগবান এখনও আছেন, মানবিকতাও রয়েছে। গুরুগ্রামের মতো শহরে, যেখানে ক্রাইম খুবই সাধারণ বিষয়, সেখানে এমন ঘটনা উল্লেখযোগ্য।"
পোস্টটি দেখার পর অনেকেই কমেন্টে লেখেন, এত খারাপ খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটার বদলে এমন ভাল খবর ছড়িয়ে পড়ুক।