শেষ আপডেট: 4th August 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: খুব কাছে গিয়েও সোনা-রূপোর পদক থেকে লক্ষ্যভ্রষ্ট হলেন লক্ষ্য সেন।অলিম্পিক্সে ব্যাডমিন্টনের ফাইনালে উঠতে পারলেন না তিনি। বিশ্বের দু’নম্বর ডেনমার্কের ভিক্টর আক্সেলসেনের কাছে হারলেন আলমোড়ার তরুণ। ডেনমার্কের প্রতিপক্ষের কাছে তিনি হেরে গেলেন স্ট্রেট সেটে ২২-২০, ২১-১৪ ব্যবধানে। সোমবার মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন লক্ষ্য।
টানা দ্বিতীয় বার সোনা জয়ের লক্ষ্যে এগিয়ে গেলেন ভিক্টর। ব্রোঞ্জ পদকের ম্যাচে লক্ষ্য খেলবেন মালয়েশিয়ার জি জিয়ার বিরুদ্ধে। অভিজ্ঞ আক্সেলসেনের বিরুদ্ধে এদিন শুরুটা যদিও ভাল করেছিলেন লক্ষ্য। প্রথম ১১ পয়েন্টের জন্য টান টান লড়াই চলে। পর পর পয়েন্ট জিতে একটা সময় ১৮-১২ এগিয়ে যান। ঠিক তখনই অ্যাক্সেলসেন যেন প্রমাণ করেন কেন তাঁকে বিশ্বের ব্যাটমিন্টন খেলোয়াড়দের মধ্যে সেরা হিসাবে গণ্য করা হয়।
কোর্ট বদলের পরে আরও দ্রুত পয়েন্ট তুলতে শুরু করেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ভিক্টর। ধীরে ধীরে পিছিয়ে পড়েন লক্ষ্য। আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। শেষ পর্যন্ত বাজিমাত করলেন ডেনমার্কের খেলোয়াড়। ব্যাটমিন্টনে ভারতের সেনা-রূপো জয়ের আশা অধরাই রয়ে গেল।
ডেনমার্কের অ্যাক্সেলসেন যেভাবে পিছিয়ে থেকেও নিজের অভিজ্ঞতা দিয়ে এদিন ম্যাচ বের করলেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। খেলা শেষে এদিন লক্ষ্য সেন বলেন, "আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। যেখানে আমি দুটো সেটেই এগিয়ে ছিলাম, সেখানে আমার নেট প্লে খেলা উচিত ছিল। বিগ সার্ভিস করে বিপক্ষকে পরাস্ত করতে চেয়েছিলাম। কিন্তু প্রতিপক্ষ যে অনেক বেশি শক্তিশালী সেই ব্যাপারটা আমার মাথায় ছিল না। যাই হোক ভুল থেকে আমি শিক্ষা নিলাম।"
আগামীকাল লক্ষ্যের ব্রোঞ্চ ম্যাচের লড়াই ম্যালেশিয়ার ব্যাটমিন্টন তারকার বিরুদ্ধে। ভারতের ব্যাটমিন্টন তারকার কথায়, "আমার কাছে কালকের ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনা-রূপো না হলেও যদি বোঞ্চ নিয়েও দেশে ফিরতে পারি তা আমার কাছে প্রথম অলিম্পিকে এসে বড় ব্যাপার হয়ে থাকবে।"
এদিকে বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন লভলিনা। এবার আর ব্রোঞ্জও পেলেন না গতবারের ব্রোঞ্জ জয়ী বক্সার।