শেষ আপডেট: 5th August 2024 19:28
দ্য ওয়াল ব্যুরো: একইদিনে সোমবার অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক হারালেন ব্যাডমিন্টনের লক্ষ্য সেন ও ভারতের শুটিং দল। যে দলের দুই সদস্য হলেন মাহেশ্বরী চৌহান ও অরনজিৎ সিং নারুকা। শুটিং দল হারল চিনের কাছে।
রবিবার ডেনমার্কের তারকা অ্যাক্সেনসেনের বিরুদ্ধে দুই সেটেই প্রথমে এগিয়েছিলেন। পরে আর সেই চাপ ধরে রাখতে পারেননি লক্ষ্য সেন। খেলা শেষে বলেছিলেন, এই হার থেকে আগামী দিনে শিক্ষা নিতে হবে।
সোমবার অবশ্য সেই হার থেকে শিক্ষা নিয়েছেন তিনি বলা যাবে না। ২২ বছরের তরুণ শাটলারের প্রথম অলিম্পিক্স সফর মন্দ বলা যাবে না। বরং তিনি এই বয়সেই লড়েছেন। পদক হয়তো পাননি, কিন্তু তিনি বিপক্ষের সমীহ আদায় করেছেন।
সোমবার একইভাবে প্রথম সেট লক্ষ্য জিতেছিলেন ২১-১৩ সেটে। কিন্তু পরের দুটি সেটে দাঁড়াতে পারেননি ভারতীয় ব্যাডমিন্টন তারকা। আলমোড়ার তরুণ শাটলার তারমধ্যে চোট পেয়ে ছন্দ হারান। তাও লড়াই থেকে সরে আসেননি। কিন্তু ব্রোঞ্জ জয়ের জন্য অদম্য জেদ ধরে রাখার কথা সেটি দেখা যায়নি লক্ষ্য সেনের মধ্যে। সেই কারণেই দ্বিতীয় সেটে হারেন ২১-১৬ ব্যবধানে। এমনকী তৃতীয় সেটেও পরাস্ত হন ২১-১১ ব্যবধানে।
এদিকে, ভারতীয় মিক্সড শুটিংয়ে এদিন ব্রোঞ্জ পদকের ম্যাচে হারলেন মাহেশ্বরী চৌহান ও অরনজিৎ সিং আকুরা। ভারতীয় শুটাররা অবশ্য গর্বের লড়াই লড়েছেন। শেষমেশ ৪৪-৪৩ পয়েন্টে হারেন এই ভারতীয় জুটি।