শেষ আপডেট: 1st August 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: এ যেন ভারতেরই জয়, এ যেন ভারতেরই হার। প্যারিস অলিম্পিক্সে গৃহযুদ্ধ। ব্যাডমিন্টন সিঙ্গলসে এইচ এস প্রণয়কে হারালেন ভারতের নামী তারকা লখনউয়ের লক্ষ্য সেন। প্রণয়কে তাঁর সতীর্থ লক্ষ্য হারিয়েছেন ১৬-২১, ২১-১১, ২১-১২ সেটে।
শেষ আটে উঠে লক্ষ্য পদকের দিকে আরও একধাপ এগলেন। তিনি জয়ের পরে বলেছেন, আজকের ম্যাচটি কঠিন ছিল। কারণ প্রণয় আমার খেলার ধরন সবটাই জানে। তাই ম্যাচ সহজ হয়নি। আমার লক্ষ্য ছন্দ বজায় রেখে পরের ম্যাচগুলিতেও সফল হওয়া। শুধু তাই নয়, লক্ষ্য সেন এর আগে ব্যাডমিন্টনের ফ্রেঞ্চ ওপেনেও খেলে গিয়েছেন এখানে। তাই পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন।
ব্যাডমিন্টন সিঙ্গলসে লক্ষ্য সেন পদকের স্বপ্ন দেখালেও এদিনই সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠী জুটি হেরে গিয়েছেন মালয়েশিয়া জুটির কাছে। মালয়েশিয়া জুটির কাছে এর আগে টানা ৮টি ম্যাচে হেরেছিলেন ভারতীয় এই নামী জুটি। এবার ভাবা গিয়েছিল চাকা ঘুরতে পারে। কিন্তু সেটি হয়নি ২১-১৩, ২১-১৪, ১৬-২১ গেমে হেরে যাওয়ায়।
খেলার মধ্যে অজস্র ভুল করেছেন সাত্ত্বিক ও চিরাগ জুটি। ম্যাচে এতবার আনফোর্স এরর করেছেন এই জুটি, সেই নিয়েও সমস্যাও তৈরি হয়েছে। আনফোর্সড এরর হলে খেলায় ফিরে আসা কঠিন, তারপর আবার কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে, সেটাই সমস্যা হয়ে থাকল ম্যাচে।