শেষ আপডেট: 12th November 2022 10:33
দ্য ওয়াল ব্যুরো: দু'বছর পর জন্মদিনে ভক্তদের দেখা দিয়েছেন। পরপর নতুন ছবির ঘোষণা করেছেন। সবমিলিয়ে বেশ ভালই সময় কাটছিল কিং খানের। কিন্তু শনিবার মাঝরাতে ফের বিপাকে পড়লেন বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। মুম্বই বিমানবন্দরে (Mumbai airport) শুল্ক দফতরের (Customs Department) আধিকারিকরা আটকে দিলেন 'ডন'কে। তাঁদের অভিযোগ, শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর সঙ্গীদের কাছে একাধিক বহুমূল্যের ঘড়ি রয়েছে।
জানা গেছে, শনিবার মাঝরাতে দুবাই থেকে মুম্বই ফিরেছিলেন শাহরুখ। নিজের ব্যক্তিগত বিমানেই ফেরেন তিনি। বেরোনোর সময়ই শুল্ক দফতরের অফিসাররা তাঁকে পথ আটকায়। কিছুক্ষণ পরে যদিও শাহরুখ ও তাঁর ম্যানেজার পূজা দাদলানিকে ছেড়ে দেওয়া হয়। তবে সারারাত বিমানবন্দরেই আটক থাকেন কিং খানের বডিগার্ড ও টিমের অন্যান্য সদস্যরা।
সূত্রের খবর, সারারাত আটকে রাখার পর ভোরবেলা সবাইকে ছেড়ে দেওয়া হয়। একইসঙ্গে জানা গেছে, শাহরুখ ও তাঁর টিমের কাছে থেকে একাধিক দামি ঘড়ি এবং খালি কৌটোও উদ্ধার হয়েছে। সবমিলিয়ে শাহরুখের কাছ থেকে মোট ১৭ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকার শুল্ক আদায় করেছেন আধিকারিকরা।
'বাদশা' শুল্ক ফাঁকি দিয়ে সেইসমস্ত ঘড়ি নিয়ে দেশে ফিরছিলেন কিনা, তা অবশ্য জানায়নি বিমানবন্দরে থাকা শুল্ক দফতরের আধিকারিকরা। এমনকি এর আগে তাঁর বিরুদ্ধে শুল্ক কিংবা কর ফাঁকির অভিযোগও ওঠেনি। তাই এদিনের ঘটনায় স্বভাবতই বিরক্ত শাহরুখ। এমনিতেই তাঁর দামি ঘড়ি পরার শখের কথা কারওই অজানা নয়। তাঁর কালেকশনে দেশ-বিদেশের বহু দামি ঘড়িও রয়েছে। এবার সেই ঘড়ি আনতে গিয়ে যে বিপাকে পড়বেন, তা নিজেও হয়তো ঠাওর করতে পারেননি।
৭৪ বছর বয়সে সে কী নাচ হেমার! রাধার সাজে মাতালেন মথুরার রাসলীলা, দেখুন ভিডিও