শেষ আপডেট: 16th July 2024 20:39
দা ওয়াল ব্যুরো: অতীতেও হয়েছে, এবারও হল। ডার্বি ম্যাচ জয়ের পর ফুটবলারদের মধ্যে একটা আত্মতুষ্টি কাজ করে। এবারও তার অন্যথা হল না।
কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গল গোলশূন্য অবস্থায় আটকে গেল বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমসের কাছে। দুটি দলই তিনটি ম্যাচ জিতে মাঠে নেমেছিল। দারুণ উপভোগ্য খেলাও হয়েছে। দুটি দল আক্রমণ ও প্রতি আক্রমণে খেলছিল। খেলার পাঁচ মিনিটে ইস্টবেঙ্গলের হীরা মন্ডলের থ্রু ধরে গোলের সুযোগ এসেছিল নাসিবের কাছে। তিনি পারেননি কাস্টমস গোলকিপার শুভম সেন এগিয়ে এসে বিপদমুক্ত করায়।
খেলায় দেখা গিয়েছে ইস্টবেঙ্গল বারবার আক্রমণ করলেও আসল কাজ করার মতো লোক ছিল না। আমন, জেসিন টিকে এদিন গোলের সুযোগ পেলেও ব্যর্থ হয়েছেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সায়ন ও পিভি বিষ্ণুকে মাঠে নিয়ে আসেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। এই দুই ফুটবলার মাঠে আসায় আক্রমণে গতি বাড়ে ইস্টবেঙ্গলের। ৫৪ মিনিটে সায়ন একটা দুর্দান্ত পাস বাড়িয়েছিলেন। নাসিব রহমান গোলে রাখতে পারেননি।
সবথেকে বড় কথা কাস্টমসের অভিজ্ঞ কোচ বিশ্বজিৎ ডিফেন্সকে আগলে আক্রমণে গিয়েছেন। তবে ম্যাচের সেরা তারকা কাস্টমস গোলরক্ষক শুভম সেন। একটা সময় ইস্টবেঙ্গলের যাবতীয় আক্রমণকে প্রতিহত করেন এই উঠতি গোলকিপার।
ইস্টবেঙ্গল কোচ বারবার দলের কৌশল বদলে গোলের জন্য মরিয়া ছিলেন, কিন্তু জায়ান্ট কিলার হিসেবে ময়দানে পরিচিত কাস্টমস নিজেদের সুনাম বজায় রেখেছে।