শেষ আপডেট: 22nd August 2023 12:16
দ্য ওয়াল ব্যুরো: মাঠে থাকা লাল হলুদ (East Bengal) সমর্থকরা ভাবছিলেন আর বুঝি শেষ রক্ষা হল না। কিন্তু বড় দলের মতো শেষ মুহূর্তে জ্বলে উঠে কাস্টমসের (Calcutta customs) বিরুদ্ধে তিন পয়েন্ট অর্জন করে নিল ইস্টবেঙ্গল। তারা ১-০ গোলে জয় পেয়েছে কলকাতা লিগের (kolkata premiere league) খেলায়।
দুটি দলই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারিনি। ইস্টবেঙ্গল ১১টি ম্যাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে। এই জয়ের ফলে লাল হলুদের সুপার সিক্স নিশ্চিত হয়ে গেল।
ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে বেঁচে গিয়েছে। রেফারি মোট আট মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন খেলার।
অতিরিক্ত সময়ের চার মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে গোল লাইন সেভ করেছেন তুহিন দাস।
কাস্টমস হেরে যেতে পারে, কিন্তু তারা মাঠ ছাড়ল মাথা উঁচু করেই।
ইস্টবেঙ্গলের এই জুনিয়র দলটি ভালই খেলছিল। তারা টানা পাঁচটি ম্যাচ জিতেছে।
দুটি দলই গোলের বেশ কিছু সুযোগ পায়। কিন্তু লাল হলুদ দলের আক্রমণ ভাগের তারকারা হেলায় সেই সুযোগ হারিয়েছেন।
কাস্টমস দলের কোচ লাল হলুদের প্রাক্তন তারকা বিশ্বজিত ভট্টাচার্য, তিনি দলটিকে ভাল তৈরি করেছেন। ডিফেন্সকে শক্তিশালী করে তিনি লাল হলুদ দলকে আটকে দিতে চেয়েছিলেন। সেই কাজে তিনি সফল হতে চাইলেও ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারানো খুব কঠিন।
খেলার একেবারে শেষের দিকে লাল হলুদের হয়ে পরিবর্ত হিসেবে মাঠে নামেন মহীতোষ রায়। তিনি কোনাকুনি ভাবে বিপক্ষ বক্সে ঢুকে প্লেসিং করে বল জালে রাখেন। তিনিই দলের মুখে হাসি এনে দিয়েছেন।
আরও পড়ুন: মোহনবাগানের সামনে আজ ‘মিনি বাংলাদেশ ‘ দল, ফাইনাল বলছেন ফার্নান্দো