শেষ আপডেট: 31st July 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে যখন রংবেরঙের জৌলুস মাখা পোশাকে বিশ্বের ছোট-বড় সব দেশের ক্রীড়াবিদরা হাজির হয়েছিলেন, তখন ভারতীয় অলিম্পিক্স দলের ম্যাড়মেড়ে, অনাড়ম্বর পোশাক ছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। যদিও এই পোশাক যেদিন প্রকাশ্যে আসে, সেদিন থেকেই এনিয়ে কানাঘুষো চলতে থাকে নেট জগতে। কারণ এই পোশাকের পরিকল্পক ছিলেন বিশিষ্ট ডিজাইনার তরুণ তাহিলিয়ানি। এবার তাঁর এই কর্মকাণ্ডের ব্যাখ্যা দিলেন বলি-ডিজাইনার তরুণ। এহেন একটি বিশ্বের গুরুত্বপূর্ণ ইভেন্টের মঞ্চে জাতির সুনাম ক্ষুণ্ণ হওয়ার পরেও অত্যন্ত ব্যস্ততার সাফাই দিয়েছেন তাহিলিয়ানি।
ইন্ডিয়া টুডে-কে এক সাক্ষাৎকারে তাহিলিয়ানি বলেন, খুব ঝটপট কাজ সেরে ফেলার কারণেই এটা হয়ে গিয়েছে। কারণ হিসেবে বলেন, সরকারি কাজ মানেই অসংখ্য কমিটি। তারপর দেশে নির্বাচন ছিল। তারপর নতুন ক্রীড়ামন্ত্রী। সর্বোপরি ক্রীড়াবিদরা দেশ জুড়ে ছড়িয়ে ছিলেন। কারও মাপ নেওয়া যায়নি। কোনও ফিটিং দেখে নেওয়া যায়নি, এরকম হরেক কারণকে কাঠগড়ায় তুলেছেন তাহিলিয়ানি।
তিনি বলেন, খুব সাধারণ দেখানোর মতোই আমি এটা তৈরি করেছি। পরিচ্ছন্ন দর্শন। তেরঙার সঙ্গে খেলোয়াড়দের ম্যাচ করানোই আমার আকাঙ্ক্ষা ছিল। এটা কোনও ফ্যাশন প্যারেড নয়, বিয়েবাড়ির পোশাকও নয়। এখন পদক নিয়ে আলোচনাই ভালো, বলেন তরুণ।
তাচ্ছিল্যের ভঙ্গিমায় তরুণ তাহিলিয়ানি বলেন, এখন যদি সমালোচনা হয় তো হোক। এতে আমার জীবনে কোনও পরিবর্তন আসবে না। আমি আমার কাজ করে যাব। কোনও কিছুই ১০০ শতাংশ নিখুঁত হয় না। এটাই জীবন।
এত সহজে তিনি কথাগুলো বললেও তরুণ তাহিলিয়ানির পোশাক নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। যে মানুষগুলো প্যারিসের অলিম্পিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, দেশের মর্যাদাকে তুলে ধরেছেন, তাঁদের পোশাকেই কেন জীর্ণতার ছাপ? অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যে পোশাকে ভারতীয় ক্রীড়াবিদরা মার্চপাস্টে অংশ নিয়েছেন, তা একেবারে ম্যাড়মেড়ে শুধুই নয়, আধুনিক ফ্যাশনের কোনও জৌলুসই তাতে চোখে পড়েনি দেশের নাগরিকদের।
বিশেষ করে ভারতীয় টিমের এই পোশাকের রূপকার যখন দেশের প্রখ্যাত পোশাক পরিকল্পক তরুণ তাহিলিনিয়ানি। নেট নাগরিকরা তাঁকে ছিঁড়ে খাচ্ছেন এই বলে যে, রিলায়েন্স কর্তা-গিন্নি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে প্রখ্যাত কিম কার্দাশিয়ানদের পোশাক তৈরিতে ব্যস্ত ছিলেন বলে। তাঁদের মতে, তরুণ তাহিলিয়ানি রাজবাড়ির অতিথি ও বলিউড তারকাদের সাজাতেই এত ব্যস্ত যে, দেশ ও জাতির জাতীয় পোশাকের পরিকল্পনার সময়ই খুঁজে পাননি হয়তো।
ভারতীয় দলের পোশাক দেখে চোখে জল এসে গিয়েছে দেশের তাবড় মানুষের। নেটিজেনরা লিখেছেন, এ তো দেখে মনে হচ্ছে, কোনও স্কুলের স্বাধীনতা দিবস পালনের পোশাক। দেশের মহিলা ক্রীড়াবিদরা পরেছিলেন শাড়ি। আর পুরুষরা কুর্তাবন্দ। দুটিতেই ভারতের তেরঙা বর্ডার ছিল। প্রশ্ন উঠেছে, দেশাত্মবোধও খানিকটা কায়দা করে তুলে ধরা যেত, কেন এভাবে হেলাফেলা করে করা হল?
পুরুষদের কুর্তা তৈরি হয়েছে মস কটনের। আর মহিলাদের শাড়ি সাদামাঠা ক্রেপ যার সঙ্গে হাইনেক ব্লাউজ। অনেকের দাবি, আমাদের অ্যাথলেটদের দেখে কেন মনে হয় এইমাত্র তাঁরা সার্কাস থেকে বেরিয়ে এলেন।