শেষ আপডেট: 17th July 2023 13:47
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ডাকাতি করতে এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর সময় ধরা পড়েছিল বিহারের ডাকাত দল (robbery incident)। সোমবার চুঁচুড়া (Chunchura) আদালতের ফার্স্টট্রাক কোর্টের বিচারক শিবশঙ্কর ঘোষ অভিযুক্তদের দোষী সাব্যস্ত (Three convicted) করেন। আগামীকাল সাজা ঘোষণা।
এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল চুঁচুড়া আদালত চত্বর। তিন অভিযুক্তকে কড়া পুলিশি পাহারায় আদালতে আনা হয়। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে বেসরকারী স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি হয়। ডাকাতির খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ও গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছয়। ঘিরে ফেলে গোটা এলাকা। সোনা নিয়ে পালানোর সময় বাধার মুখে পরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা। পুলিশও পাল্টা জবাব দেয়। এরপর চন্দননগর থেকে দুই দুষ্কৃতীকে অস্ত্র- সহ গ্রেফতার করে। নাকা চেকিং শুরু হয় বিভিন্ন জায়গায়। চুঁচুড়া তুলোপট্টি ঘাটের কাছে এক দুষ্কৃতীকে পালানোর সময় ধরে ফেলে চুঁচুড়া থানার পুলিশ। সেখানেও গুলি চলে। এক দুষ্কৃতী পালিয়ে যায়।
জানা যায়, বিট্টু কুমার ওরফে করন, গুড্ডু কুমার ওরফে ধর্মেন্দ্র এবং বিট্টু কুমার ওরফে ছোট্টু বিহারের সোনপুর সেখপুরা ও বৈশালী জেলার বাসিন্দা। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ডাকাতির অভিযোগ রয়েছে। মূলত স্বর্ণ ঋণ সংস্থায় ডাকাতি করত এই গ্যাং। পুলিশ জানায়, চন্দননগরে ডাকাতির আগেও সিঙ্গুরে ঘর ভাড়া নিয়েছিল তারা। চন্দননগরে রেইকিও করে একাধিকবার।
হুগলি জেলা আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী বলেন, “তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার সাজা ঘোষণা করা হবে।”
শুভেন্দুকে লোকসভায় ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন! ভগবানপুরে আলোড়ন