শেষ আপডেট: 25th June 2024 22:28
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভার দলনেতা করার প্রস্তাব আগেই গৃহীত হয়েছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে। এবার দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকেও সর্বসম্মত রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হল।
মঙ্গলবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সংবাদমাধ্যমকে একথা জানান। তিনি বলেন, ‘‘রাহুল গান্ধীকে সর্বসম্মতিক্রমে বিরোধী দলনেতা পদে মনোনীত করা হয়েছে।"
এ ব্যাপারে কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সনিয়া গান্ধী লোকসভার প্রোটেম স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন বলেও জানান কেসি ভেনুগোপাল।
#WATCH | Congress general secretary KC Venugopal says "Congress MP Rahul Gandhi has been appointed as the LoP in the Lok Sabha.." pic.twitter.com/llhssszwAV
— ANI (@ANI) June 25, 2024
গত ৮ জুন দিল্লিতে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক। সেখানে আনুষ্ঠানিক ভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়েছিল। এবার তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিদের সম্মতিক্রমে অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা করা হল রাহুল গান্ধীকে।
কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী, এবারে লোকসভা ভোটে দুটি আসন থেকেই লড়েছিলেন রাহুল। এ নিয়ে ভোট পর্বে পদ্মশিবিরের কটাক্ষও ভেসে এসেছিল। তবে ফল প্রকাশের পর দেখা যায়, দুটি কেন্দ্র থেকেই সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হন সনিয়া তনয়।
একই সঙ্গে দলগতভাবে কংগ্রেসেরও ফলাফল এবারে ভাল হয়েছে। ৯৯টি আসন পেয়ে তাঁরা ইন্ডিয়া জোটের বড় শরিক। এহেন পরিস্থিতিতে রাহুলই যে বিরোধী দলনেতা হচ্ছেন, ৪ জুনই সেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল।
একই সঙ্গে তখনই এই বিষয়টাও স্পষ্ট হয়ে যায় যে ১০ বছর পর এবার সংসদে শক্তিশালী বিরোধীদের মুখোমুখি হতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে। প্রসঙ্গত, দীর্ঘদিন পর এবারে স্পিকার পদেও প্রার্থী দিয়েছে বিরোধী শিবির। বুধবার স্পিকার নির্বাচনে শাসক শিবিরের প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেস সাংসদ কে সুরেশ।