Buddhadeb Bhattacharjee
না ফেরার দেশে বুদ্ধবাবু, শোক সব মহলে
শেষ আপডেট: 8th August 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: এর আগে একাধিকবার অসুস্থ হয়েছেন। হাসপাতালে গিয়েছেন। ফিরেও এসেছেন। কিন্তু এবার আর হাসপাতালে নেওয়াই গেল না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ে নিজের দু-কামরার ছোট্ট ফ্ল্যাটেই না ফেরার দুনিয়ায় চলে গেলেন বুদ্ধবাবু।