শেষ আপডেট: 1st December 2021 15:12
দ্য ওয়াল ব্যুরো : জনপ্রিয় কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra) আগামী ২০ দিন বেঙ্গালুরুতে কোনও অনুষ্ঠান করতে পারবেন না। তিনি নিজেই টুইট করে এখবর জানিয়েছেন। তাঁর বক্তব্য, যে প্রেক্ষাগৃহে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে ৪৫ জন দর্শককে ঢোকার অনুমতি দেয়নি পুলিশ। অবশ্য কমেডিয়ানের ধারণা, প্রেক্ষাগৃহে ৪৫ জনের বেশি দর্শকেরই বসার জায়গা আছে। তাঁর অনুষ্ঠানের জন্য সেখানে কোভিড বিধি ভঙ্গ হওয়ার সম্ভাবনা ছিল না। কুণাল বলেছেন, তাঁর অনুষ্ঠানের উদ্যোক্তাদের হুমকি দেওয়া হয়েছিল। এটা হল বেঙ্গালুরুতে তাঁর শো বন্ধ হওয়ার দ্বিতীয় কারণ। কে বা কারা হুমকি দিয়েছিল জানা যায়নি। বিদ্রুপ করে কমেডিয়ান বলেছেন, "সম্ভবত এই হুমকিও কোভিড বিধিরই অঙ্গ। মনে হয় আমাকে এখন কোভিডের নতুন কোনও ভ্যারিয়ান্ট হিসাবে দেখা হচ্ছে।" পুলিশের বক্তব্য, যে প্রেক্ষাগৃহে কুণালের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, কুণালের শো বাতিল করতে হবে। কারণ কুণাল তাঁর শো-তে 'অত্যন্ত বিতর্কিত' বক্তব্য পেশ করেন। অবশ্য তাঁরা পুলিশে অভিযোগ করেননি। কিছুদিন আগে কমেডির জগৎ থেকে অবসর ঘোষণা করেছেন অপর কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। একের পর এক শো বন্ধ হয়ে যাওয়ার হতাশা থেকেই এই সিদ্ধান্ত তাঁর। যাওয়ার আগে ইনস্টাগ্রামে লিখলেন, “নফরত জিত গ্যয়া, আর্টিস্ট হার গ্যয়া। আই হ্যাভ ডান, গুড বাই, ইনজাস্টিস।” সম্প্রতি বেঙ্গালুরুর অশোক নগরের গুড শেফার্ড অডিটোরিয়ামে শো করার কথা ছিল মুনাওয়ারের। কিন্তু আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে কৌতুক শিল্পীর সেই অনুষ্ঠান বাতিল করে দেয় বেঙ্গালুরু পুলিশ। জানা গেছে, এই নিয়ে গত দুই মাসে ফারুকির ১২টি শো বাতিল হয়েছে। এর পরেই এমন সিদ্ধান্ত ঘোষণা করেন মুনাওয়ার। সমস্যা শুরু হয়েছিল এ বছরের গোড়া থেকে। ২ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন ২৯ বছরের এই স্ট্যান্ড আপ কমেডিয়ান। অভিযোগ, ইন্দোরের এক কফিশপে স্ট্যান্ড আপ কমেডি করার সময়ে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন তিনি। অনুষ্ঠানের শুরু থেকেই রসিকতার নামে হিন্দু দেবদেবী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোধরা কাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন হিন্দু রক্ষক সংগঠনের সদস্যরা। এই ঘটনায় মাস খানেক জেলবন্দি ছিলেন মুনাওয়ার। তিনবার খারিজ হয় তাঁর জামিনের আবেদন। যদিও অভিযোগকারীদের তরফে কোনও প্রমাণ দাখিল করা সম্ভব হয়নি ফারুকির বিরুদ্ধে, যে তিনি হিন্দু দেবদেবীদের অপমান করেছেন। পুলিশও এমন কোনও প্রমাণ দেখাতে পারেননি। এর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান কমেডিয়ান।