শেষ আপডেট: 21st September 2022 07:52
দ্য ওয়াল ব্যুরো: মাস দুয়েক আগে জিম করতে করতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন স্ট্যান্ড আপ কমেডি শিল্পী (comedian) রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। তার পর একপ্রকার কোমায় চলে গিয়েছিলেন তিনি। মাঝে চিকিৎসকরা জানিয়েছিলেন, রাজু আগের তুলনায় সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার সকালেই মৃত্যু হল জনপ্রিয় এই কমেডি শিল্পীর।
হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই দিল্লি এইমসে ভর্তি ছিলেন তিনি। শেষ পর্যন্ত আজ, বুধবার সকালে নিভে গেল তাঁর জীবন প্রদীপ। মাত্র ৫৮ বছর বয়সে ভারতের কমেডি জগত হারাল তার অন্যতম উজ্জ্বল নক্ষত্রকে। ঠিক তার কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি হাসির ভিডিও পোস্ট করেছিলেন রাজু। সেখানে তাঁর রসিকতায় উঠে এসেছিল স্বয়ং যমরাজের (Yamraj) প্রসঙ্গ। আজ রাজুর মৃত্যুর পর সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রাজু শ্রীবাস্তব প্রয়াত, বয়স হয়েছিল ৫৮ বছর
সেখানে রাজুকে বলতে শোনা যাচ্ছে, 'নমস্কার, এমনিই বসে রয়েছি। তাই সবাইকে একটা বার্তা দিতে এলাম। আপনারা জীবনে এমন একটা কাজ করুন, যাতে মৃত্যুর পর যমরাজ যদি আপনাকে নিতে আসে, তাহলে তিনি বলবেন ভাই, আপনি মহিষে বসুন। না, আপনি হাঁটছেন, এটা একেবারেই ভাল লাগছে না। আপনি ভাল মানুষ, তাই আপনিই মহিষে বসুন। আমি বরং হেঁটে যাব।'
সেই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। সকলেই রাজুর মৃত্যুশোক ভুলে পুরনো কাজের মাধ্যমেই তাঁকে মনে রাখতে চাইছেন।