পুরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা।
শেষ আপডেট: 28th July 2024 13:30
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রাজেন্দ্রনগরের আইএস কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। কোচিং সেন্টারের বেসমেন্টে কেন লাইব্রেরি রাখা হয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
সংবাদসংস্থা সূত্রের খবর, শনিবার ওই লাইব্রেরিতে ৩০ জন পড়ুয়া ছিলেন। ৯ মিটার গভীর বেসমেন্টে হু হু করে জল ঢুকতে দেখে বাকিরা বাইরে বেরিয়ে এলেও তানিয়া সোনি (২৫), শ্রেয়া যাদব (২৫) এবং নেভিন দালউইন (২৮) বেরিয়ে আসতে পারেনি। শনিবার রাতে তাঁদের নিথর দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল) এম হর্ষবর্ধন জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, "আমাদের ফরেনসিক টিম এখানে রয়েছে। আমরা সঠিক তদন্ত ও সত্য খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। দু'জনকে গ্রেফতার করা হয়েছে।"
কয়েকদিন আগেই প্যাটেল নগরে জলে ডুবে থাকা রাস্তা পার হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। ফের তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা সামনে আসায় রাজধানীর নিকাশি সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। ক্ষুব্ধ পড়ুয়ারা নিকাশি সমস্যার অভিযোগে পুরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের অভিযোগ, নিয়মিত নিকাশি পরিষ্কার হয় না। অনেক জায়গায় আবার নর্দমাও নেই। তার ফলে সামান্য বৃষ্টিতে রাস্তার জল ঢুকছে বাড়ির ভিতরে। তা না হলে এই ধরনের ঘটনা এড়ানো যেত।
বিক্ষোভের জেরে উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আধাসামরিক বাহিনীকে ডাকা হয়েছে।
জানা যাচ্ছে, শনিবার টানা ৩০ মিনিট বৃষ্টি হয়। তারই জেরে রাস্তা উপচে জল ওই কোচিং সেন্টারের বেসমেন্টে ঢুকতে শুরু করে। এ ব্যাপারে পড়ুয়ারা কর্তৃপক্ষর গাফিলতি নিয়েও প্রশ্ন তুলেছে। তাঁদের বক্তব্য, "দিল্লির নিকাশি সমস্যার কথা তো সংস্থার অজানা নয়। তা হলে বেছে বেছে বেসমেন্টে কেন লাইব্রেরি করা হল? আর যদি বা তৈরি করা হল, তাহলে প্রয়োজবনীয় পদক্ষেপ নেওয়া হয়নি কেন?"
এ ব্যাপারে সংশ্লিষ্ট কোচিং সেন্টার কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে দিল্লির মেয়র শেলি ওবেরয় ঘটনাটিকে 'খুবই মর্মান্তিক' বলে অভিহিত করে বলেছেন যে এটির 'পুঙ্খানুপুঙ্খ তদন্ত' এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
ঘটনার জন্য কেজরিওয়ালের সরকার এবং পুর কর্পোরেশনের ব্যর্থতাকে দায়ী করে আপের মন্ত্রী অতীশি এবং স্থানীয় বিধায়ক দুর্গেশ পাঠকের পদত্যাগের দাবি জানিয়েছেন বিজেপির মুখপাত্র মনজিন্দর সিং সিরসা। পাল্টা হিসেবে আপের বক্তব্য, ""বিজেপিকেও জবাব দিতে হবে। গত ১৫ বছর ধরে এই এলাকায় একজন বিজেপি কাউন্সিলর ছিলেন। তাঁর আমলে কেন নিকাশি সমস্যার সমাধান করা হয়নি।"