শেষ আপডেট: 5th August 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির কোচিং সেন্টারে তিন পড়ুয়ার জলে ডুবে মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট। সোমবার এই ঘটনায় কেন্দ্র ও দিল্লির সরকারকে তাদের বক্তব্য জানতে চেয়ে নোটিস দিয়েছে শীর্ষ আদালত।
দেশের সর্বোচ্চ আদালত এদিন বলেছে, কোচিং সেন্টারগুলি চাকরি প্রত্যাশীদের জীবন নিয়ে খেলা করছে। দেশের বিভিন্ন কোণা থেকে ভালো চাকরি পাওয়ার আশায় এইসব শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী পড়ুয়ারা পড়তে আসেন। এই ঘটনা মানুষের চোখ খুলে দিয়েছে। এরপর থেকে কোনও প্রতিষ্ঠানকে নিরাপত্তা বিধি না মেনে কোচিং সেন্টার চালাতে দেওয়া হবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইঞার ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্র, দিল্লি সরকার এবং দিল্লি পুরসভাকে কী নিরাপত্তা বিধি নেওয়া হয়েছে বলে জানতে চেয়েছে।
সুপ্রিম কোর্ট আরও বলেছে, কোচিং সেন্টারগুলি মৃত্যুঘরে পরিণত হয়েছে। জীবনধারণের উপযুক্ত এবং নিরাপত্তাবিধি মেনে না চলা পর্যন্ত কোচিং সেন্টারগুলি অনলাইনে ক্লাস নিতে পারে। যাবতীয় বিধি না মানলে সেন্টারগুলি বন্ধ করে দেওয়া উচিত। গত শুক্রবারই দিল্লি হাইকোর্ট দিল্লির রাজেন্দ্রনগরে একটি আইএএস চাকরি প্রত্যাশীদের কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনার তদন্তভার সিবিআইকে তুলে দেয়। যাতে এই তদন্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনও সংশয় না জাগে।
সুপ্রিম কোর্ট আরও বলেছে, কোচিং সেন্টারগুলি মৃত্যুঘরে পরিণত হয়েছে। জীবনধারণের উপযুক্ত এবং নিরাপত্তাবিধি মেনে না চলা পর্যন্ত কোচিং সেন্টারগুলি অনলাইনে ক্লাস নিতে পারে। যাবতীয় বিধি না মানলে সেন্টারগুলি বন্ধ করে দেওয়া উচিত। গত শুক্রবারই দিল্লি হাইকোর্ট দিল্লির রাজেন্দ্রনগরে একটি আইএএস চাকরি প্রত্যাশীদের কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনার তদন্তভার সিবিআইকে তুলে দেয়। যাতে এই তদন্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনও সংশয় না জাগে।