শেষ আপডেট: 28th July 2024 08:52
দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে মৃত্যু হল তিন আইএএস পড়ুয়ার!। এদের মধ্যে দু'জন ছাত্রী এবং একজন ছাত্র। সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। অভিযোগ, নিকাশি সমস্যার জেরে বৃষ্টিতে রাস্তা উপচে নদর্মার জল ঢুকেছিল কোচিং সেন্টারের বেসমেন্টে। তারই জেরে এই মৃত্যুর ঘটনা।
শনিবার সন্ধেয় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ওল্ড রাজেন্দ্র নগর এলাকায় ওই কোচিং সেন্টার। খবর পেয়ে দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দিল্লি পুলিশ উদ্ধারে নামে। প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশির পর দেহগুলি উদ্ধার করা হয়।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল দিল্লি) এম হর্ষবর্ধন জানিয়েছেন, প্রথমে দুই ছাত্রীর দেহ উদ্ধার হয়, পরে রাতের দিকে আর এক ছাত্রের দেহের খোঁজ মেলে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
কয়েকদিন আগেই প্যাটেল নগরে জলে ডুবে থাকা রাস্তা পার হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। ফের তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা সামনে আসায় রাজধানীর নিকাশি সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিয়মিত নিকাশি পরিষ্কার হয় না। নর্দমাগুলি বুজে রয়েছে। তার ফলে সামান্য বৃষ্টিতে রাস্তার জল ঢুকছে বাড়ির ভিতরে। তা না হলে এই ধরনের ঘটনা এড়ানো যেত।
যদিও দিল্লির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের মন্ত্রী আতিশি বলেছেন যে ভারী বৃষ্টির ফলেই এঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।