ক্লাবের অনুষ্ঠানে কোচ কার্লোস কুয়াদ্রাত।
শেষ আপডেট: 23rd July 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের শতবর্ষ পেরিয়ে গিয়েছে। এর মধ্যে সাফল্য বলতে সুপার কাপ জয়। আইএসএলে এখনও ভাল কিছু করতে পারেনি লাল হলুদ দল। এই নিয়ে সমর্থকদের মধ্যে সবসময় একটা হতাশা কাজ করে। কলকাতা লিগে খেলছে রিজার্ভ দল। কলকাতা লিগ নিয়ে আর কিছু পাওয়ার নেই দলের।
সমর্থকদের ভাবনায় আইএসএল। মোহনবাগান প্রতিবছর চ্যাম্পিয়নের জন্য নামে। সেখানে লাল হলুদ দল ভাল শুরু করেও খেই হারিয়ে ফেলে। ইমামি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত মনে করছেন এবার চাকাটা ঘুরবে। তিনি দলের আত্মপ্রকাশ অনু্ষ্ঠানে জানিয়েছেন, ‘‘সমর্থকরা এবার আমাদের নিয়ে স্বপ্ন দেখছেন। এবার ভাল দল গড়া হয়েছে। আমি যা চেয়েছি, সবটাই দেওয়ার চেষ্টা করেছেন কর্তারা। বড় দল সবসময় চ্যাম্পিয়নের জন্য নামে, ইস্টবেঙ্গলও তাই।’’
ইস্টবেঙ্গল পুরো শক্তির দল নিয়ে ডুরান্ড কাপে খেলবে। এখনও দলের একটি বিদেশি বাকি রয়েছে। পাঁচজন বিদেশি দলে যোগ দিয়েছেন। দলের অধিনায়ক হয়েছেন ব্রাজিলীয় ক্লেটন সিলভা। তিনি মনে করছেন, ‘‘আইএসএল চ্যাম্পিয়ন হতে চাই, এটা এখনই বলে দলের ওপর চাপ বাড়াতে চাই না। আমাদের লক্ষ্য, প্রথম ছয়ে থাকা।’’
ইস্টবেঙ্গল কোচ মরশুমের শুরু থেকেই আত্মবিশ্বাসী। তিনি জানিয়ে দিয়েছেন, ‘‘গতবার আমরা শেষ দশ ম্যাচে একটিও গোল খাইনি, এটা অবশ্যই ইতিবাচক দিক। আমি দায়িত্ব নেওয়ার আগে ইস্টবেঙ্গল পাঁচ-ছয় গোল করে খাচ্ছিল। আমি এসে দলের রক্ষণকে ঢেলে সাজিয়েছি। বেঙ্গালুরুতে থাকার সময় আমার নামই হয়ে যায়, সেটপিস কোচ! ইস্টবেঙ্গলে এসে পুরো দলকে একসূত্রে গড়েছি, সবাই দলবদ্ধভাবে আক্রমণে যাচ্ছে, রক্ষণও সামলাচ্ছে একাধিক ফুটবলার।’’
লাল হলুদের হেডস্যার মানছেন, বহুদিন বাদে আবারও ভাল দল হয়েছে আমাদের। এবার অনেক নতুন তারকা এসেছে, সবাইকে নিয়ে মাঠে নামলে বুঝতে পারব কাকে কতটা দায়িত্ব দেওয়া যায়। আমি আবারও বলছি, এই দলটি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। সমর্থকদের বড়কিছুর স্বপ্ন দেখতে পারেন।
ডুরান্ড কাপে আইএসএলের ড্রেস রিহার্সাল সেরে ফেলবে দলগুলি। ইস্ট বেঙ্গলও তার বাইরে নয়। তারমধ্যে ১৮ অগস্ট ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। ওই ম্যাচ জিতলে অবশ্যম্ভাবী মানসিকভাবে তরতাজা থেকে দল মাঠে নামবে আইএসএল অভিযানে।