শেষ আপডেট: 28th February 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে ফের সুপার কাপ ফাইনালের ছায়া। মঞ্চ সেই একই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম। যে মাঠে একমাস আগেই সুপার কাপ ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল হারিয়েছিল ওড়িশা এফসি-কে।
বৃহস্পতিবার কলিঙ্গ স্টেডিয়ামে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা। এই ম্যাচে ডাগআউটে থাকবেন না ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। গত ম্যাচে তিনি কার্ড দেখেছেন, সেইজন্যই কোচহীন অবস্থায় মাঠে নামতে হবে দলকে। মাঠে থাকবেন না লাল হলুদ রক্ষণের ভরসা হিজাজি মাহের।
ইস্টবেঙ্গলের মূল কোচ থাকবেন না, দলের দায়িত্বে থাকবেন দিমাস ডেলগার্ডো। যিনি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন, ‘‘কোচ নেই, সেটির প্রভাব ম্যাচে কোনওসময়ই পড়বে না। ছেলেরা জানে কার কী দায়িত্ব, গত দুটি ম্যাচে জয়ের রেশ এবারও ধরে রাখতে হবে।’
সুপার কাপে লাল হলুদ দল সেরা ছন্দে ছিল। আইএসএলে অবশ্য ইস্টবেঙ্গলের অবস্থা সুবিধের নয়। তারা লিগ তালিকায় রয়েছে আট নম্বরে। আইএসএলে প্রথম ছয়ে থাকলে প্লে অফে যাওয়ার সুযোগ থাকছে। সেই লক্ষ্যেই বাকি ম্যাচে খেলবেন ক্লেটন সিলভা, নন্দকুমাররা। তাঁদের বাকি চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই অ্যাওয়ে, বাইরের মাঠে খেলা। সেইজন্য চ্যালেঞ্জও বেশি। এরপর তারা খেলবে গোয়া, কেরলের বিরুদ্ধেও। যুবভারতীতে অবশ্য ১০ মার্চ ডার্বি রয়েছে।
লাল হলুদ শিবির অবশ্য ওড়িশা ম্যাচ ছাড়া কিছু ভাবতে নারাজ। দলের সকল বিদেশি থাকলেও মাহের নেই। বাকিদের কাছে লড়াই ভাল খেলার, জয়েরও। ওড়িশা দল শক্তিশালী সন্দেহ নেই। তারা লিগে শীর্ষে রয়েছে। রয় কৃষ্ণ, মরিসিও ছাড়াও মাঝমাঠে রয়েছেন আহমেদ জাহু। দলের আক্রমণভাগ এতটাই শক্তিশালী যে, প্রথমেই ঘরের মাঠে গোল দিয়ে এগিয়ে যেতে বদ্ধপরিকর ওড়িশা দল।