শেষ আপডেট: 28th January 2024 23:14
দ্য ওয়াল ব্যুরো: তিনিই পারেন! তিনিই পারেন ইমামি ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাতে। ছয়বছর আগে এই মঞ্চে বুক ফাটা কষ্ট নিয়ে মাঠ ছেড়েছিলেন। সেই ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভা জয়ের গোলটি করে শাপমুক্তি ঘটালেন লাল হলুদ বাহিনীর।
১২ বছর সর্বভারতীয় কোনও ট্রফি ছিল না ইস্টবেঙ্গলের। অবশেষে সেটি ধরা দিল দুই বিদেশির হাত ধরে। একজন কোচ কার্লোস কুয়াদ্রাতের কথা বলতে হবে, অন্যজন তারকা ফুটবলার ক্লেটন। তাঁর সাম্বা ম্যাজিকেই শেষ হাসি লাল হলুদের। হয়তো এই আনন্দে সারা রাত ঘুমোতে পারবেন না সমর্থকরা।
কোনও কোচ পারেননি শেষ পাঁচবছর। কে আসেননি কোচের দায়িত্বে? ববি ফাউলার থেকে স্টিফেন কনস্টানটাইন, কিংবা বাকি কোচরাও। কুয়াদ্রাত এসে স্বপ্ন দেখাতে শুরু করলেন অগণিত সমর্থকদের।
???????????????????????????????????????? ???????? ????????????????????????????! ⚔️❤️????#KalingaSuperCup #JoyEastBengal #EastBengalFC #EBOFC #BattleForBengalsPride pic.twitter.com/8TFAnSUcpR
— East Bengal FC (@eastbengal_fc) January 28, 2024
আরও একজন ব্রাজিলীয় ফরোয়ার্ড সিলভা। তিনি আসল ম্যাচগুলিতে ধারাবাহিকভাবে গোল করে এসেছেন। এদিনও জানালেন খেলা শেষে, আমরা আত্মবিশ্বাস হারিয়েছিলাম। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। কোচ আমাদের পথ দেখিয়েছেন। আমরা নিজেদের ওপর আস্থা রাখতে শুরু করি।
সিলভা আরও বলেছেন, এই জয়ে দলের সকলের অবদান রয়েছে। বেশি করে বলব সমর্থকদের কথা। তাঁরা কলকাতার বাইরে এসে আমাদের হয়ে সমর্থন জানিয়েছেন, এটিও আমাদের কাছে অনেক। সিলভার গোলেই শেষ হাসি দলের। তিনি ১১১ মিনিটে গোল করে দলের মধুর খেতাব এনে দিয়েছেন।