শেষ আপডেট: 1st October 2023 00:40
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতের যুবভারতী মাত করে দিলেন ক্লেইটন সিলভা। তিনি যেন লাল হলুদ সমর্থকদের কাছে নয়নের মণি হয়ে উঠেছেন।
একটা সময় মোহনবাগানের শীত-গ্রীষ্ম-বর্ষা মানেই ছিলেন যোস রামিরেজ ব্যারেটো। ব্রাজিলীয় সিলভাও যেন তাই হয়ে উঠেছেন। গতবারের থেকেও তাঁকে বেশি ধারালো মনে হচ্ছে। তিনি যেভাবে ম্যাচে পজিশন নিচ্ছেন, বিপক্ষ ধোঁয়াশার মধ্যে থাকছেন।
এমনিতেই ৩৬ বছরের ব্রাজিলীয় স্ট্রাইকারের চোরা গতি দেখার মতো। তার মধ্যে যেভাবে ফ্রিকিকে গোল করেছেন, যা দেখে রাতে মাঠ থেকে হেঁটে অনায়াসে হাওড়া স্টেশন চলে আসা যায়। কষ্টকে কষ্টই মনে হবে না।
হায়দরাবাদ গোল করার দু’মিনিটের মধ্যেই সিলভা গোল করে সমতা ফিরিয়েছিলেন। তারপর সারাক্ষণ গোলের জন্য ছটফট করেছেন। তিনি এ ম্যাচে দলের অধিনায়ক ছিলেন। ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে তার যেন সুবিচার করলেন।
তিনি হয়ে উঠলেন লাল হলুদ সমর্থকদের কাছে আলাদিন। সিলভার দুরন্ত ফ্রিকিক জালে জড়িয়ে যেতেই লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত লাফিয়ে উঠলেন। আর সিলভা বিজ্ঞাপনী বিলবোর্ডকে যেভাবে টপকে গ্যালারির সামনে চলে গেলেন, তাঁকে দেখে উসেইন বোল্ট মনে হবে।
যে ক্ষীপ্রতায় তিনি সারা মাঠ দাপিয়েছেন, ঠিক তেমনি গোলের পরে উৎসব সারলেন। দর্শকদের আরও চিৎকারের অনুরোধ করলেন। সেইসময় সারা গ্যালারি ক্লাবের জার্সি খুলে আকাশে ঘোরাচ্ছে। একটা জয় পুরো ইস্টবেঙ্গলের আমেজকে বদলে দিয়েছে। আর সিলভাও মন জয় করলেন দর্শকদের। তিনি আরও চমক দেখাবেন বাকি ম্যাচে, বুঝিয়ে দিয়েছেন।