শেষ আপডেট: 27th June 2024 21:42
দ্য ওয়াল ব্যুরো: ইমামি ইস্টবেঙ্গলের চলতি মরশুমে সিনিয়র দলের অধিনায়ক হিসেবে ক্লেটন সিলভার নাম মনোনিত করা হয়েছে। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সহ অধিনায়ক হয়েছেন নাওরেম মহেশ।
গত মরশুমে লাল হলুদ দলের অধিনায়ক হয়েছিলেন হরমনজ্যোত সিং খাবরা। কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাত তাঁকে ম্যাচে ব্যবহার করেননি। যে কারণে দলের বেসরকারী নেতা ছিলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটনই। এবারও ওই নামী বিদেশিকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে সমর্থকরা ক্যাপ্টেন ক্লেটন নামে ডাকেন।
তিনি ম্যাচে দলের জন্য নিবেদিন প্রাণ। নাওরেম মহেশকে সহ অধিনায়ক করা হয়েছে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের দল বাছাই হয়ে গিয়েছে। এদিনই ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার মাদিহ তালালকে দুই বছরের চুক্তিতে দলে নেওয়া হয়েছে। আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল দিমির নাম। এমনকী হিজাজি মাহেরকেও রেখে দেওয়া হয়েছে।
ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের অধিনায়ক হয়েছেন আদিত্য পাত্র ও সহ অধিনায়ক তন্ময় দাস I
এদিন সভায় ছিলেন না ক্লাবের প্রাক্তন সচিব কল্যাণ মজুমদার। তিনি এবার সহ সভাপতি হয়েছেন। চোখের অস্ত্রোপচারের কারণে তিনি সভায় ছিলেন না। এই সভাকে পরিচালনা করেছেন নতুন সচিব রূপক সাহা।