রোম ওপেনের শেষে সাংবাদিক বৈঠকে নাদাল। (ছবিঃ এপি)
শেষ আপডেট: 12th May 2024 15:59
দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার না দেখা আর ফরাসি ওপেনে রাফায়েল নাদালের না খেলা প্রায় একই ব্যাপার। সেই ২০০৫ থেকে শুরু করেছেন তিনি। আজ ২০২৪ সাল। দুই দশক পার হতে যায়। অথচ এখনও স্পেনীয় কিংবদন্তীকে রোলাঁ গারোর লালমাটিতে দেখতে পাওয়ার প্রশ্নে মুখিয়ে আছে তামাম টেনিসদুনিয়া। অবশেষে তাঁদের জন্য খানিক সুখবর। খেলবেন কিনা চূড়ান্তভাবে না জানালেও, নাদাল বললেন তিনি ফরাসি ওপেনে নামার জন্য মানসিকভাবে তৈরি।
এই মুহূর্তে রোম ওপেনে খেলছেন নাদাল। বস্তুত, খেলছেন নয়, খেলছিলেন, গতকালই দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের হুবার্ট হারকাৎজের কাছে ৬-১, ৬-৩ হেরে ছিটকে গিয়েছেন তিনি। এদিকে মাত্র আট দিন পরে, ২০ মে থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। হাইভোল্টেজ গ্র্যান্ড স্ল্যামে নামার এক সপ্তাহ আগে এরকমভাবে ছিটকে গিয়েও দমছেন না নাদাল। ম্যাচ শেষে বলেন, 'অনেক কিছু নিয়েই দ্বিধায় আছি। গত দু'বছর ধরে যে খেলাটা খেলতে চাইছি, সেটা পারছি না।' কিন্তু সাংবাদিকদের প্রশ্নের ভিড় ছিল রোলাঁ গারো নিয়েই। নাদাল আর তাঁর ইচ্ছের কথা গোপন করেননি।
ইতালীয় সংবাদমাধ্যমের খবর, নাদাল স্পষ্ট বলেছেন, 'দেখুন, একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে। হয়ত বলা যায়, আমি তৈরি নই, খেলব না এভাবে। বা বলা যায়, আমি তৈরি না থাকলেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কোনদিকে ঝুঁকে আছি, আমি বলব আমি খেলতে চাই, আরও একবার নিজের সেরাটা দিতে চাই।'
চোট আঘাতে গত কয়েক বছর ধরেই জর্জরিত নাদাল। রোম ওপেন আগেও তিনি বারদশেক জিতেছেন। সম্ভবত এবারেই তিনি শেষ বারের মত রোমে খেলে ফেললেন। সেই নিয়েও জল্পনা খানিক জিইয়ে রাখলেন নাদাল। কিন্তু চোট আঘাতের প্রসঙ্গে বললেন, 'ফিটনেসের কিছু তো সমস্যা রয়েছেই। কিন্তু আমার টেনিস কেরিয়ারের সবচেয়ে বড় ইভেন্টে আমি খেলব না, এতটা বলার মত বড়সড় সেগুলো নয় বোধ হয়।'
বাইশটি গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল নাদাল স্রেফ ফরাসি ওপেন জিতেছেন চোদ্দবার। যা টেনিস ইতিহাসে অন্যতম রেকর্ড। এককালে নাদাল-ফেডেরার লড়াই দেখার জন্য মুখিয়ে থাকত টেনিস দুনিয়া। নোভাক জোকোভিচের আগমনে সেটা ত্রিমুখী লড়াইয়ের রূপ নেয়। আপাতত ফেডেরার অবসর নিয়েছেন। নোভাক ও নাদালই লড়াইটা জিইয়ে রেখেছেন। ফরাসি ওপেন নাদাল জিততে পারলে ইতিহাস এলোমেলো হয়ে যাবে এবার। টেনিসপ্রেমীদের আকুল প্রার্থনা, যেন এবারের ফরাসি ওপেনে দেখা যায় নাদালকে।