যৌন হেনস্থার বিরুদ্ধে নতুন তদন্ত সংস্থা 'সিসা' গঠনে আবেদন অভিনেত্রী কেইরা নাইটলি থেকে রেবেকা ফার্গুসনের।
শেষ আপডেট: 6th June 2024 20:49
দ্য ওয়াল ব্যুরো: প্রদীপের নিচে অন্ধকার বললে ঠিক ধরা পড়ে না। এ' যেন হ্যালোজেনের নিচে জমাট বাঁধা আঁধার। বিনোদন জগতের চাকচিক্য, গ্ল্যামার, প্রচারের আড়ালে থেকে যায় একের পর এক যৌন হেনস্থার খবর। হলিউড হোক বলিউড, এই নিয়ে আলোড়ন কম হয়নি। এবার ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর, বিনোদন, বিশেষ করে সিনেমা বা থিয়েটার জগতে এই রকম অভিযোগের কড়া মোকাবিলা করতে এবং সেই লক্ষ্যে বানানো একটি নতুন সংস্থাকে অর্থানুকুল্যে সাহায্য করতে আবেদন করলেন একাধিক প্রথম সারির ব্রিটিশ অভিনেত্রী। তালিকায় রয়েছেন মিশন ইম্পসিবল সিরিজে ইলসা ফাউস্টের ভূমিকায় অভিনয় করা রেবেকা ফার্গুসন, কেইরা নাইটলি ও রুথ উইলসন।
সংবাদসংস্থা বিবিসিতে খবর, একটি খোলা চিঠিতে সমস্ত বড় চ্যানেল ও প্রযোজনা সংস্থাকে সিসা (Ciisa) বা 'ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড অথরিটি' নামক নতুন সংস্থাকে অর্থসাহায্যের আবেদন জানালেন ব্রিটেনের একাধিক নামী অভিনেতা-অভিনেত্রী। সুইসাইড স্কোয়াড খ্যাত কারা ডেলেভিংনে, ক্যারি মুলিগান, রেবেকা ফার্গুসিন, নাওমি হ্যারিস, এমেরাল্ড ফেনেল, সুজানা হোয়াইটের মত একাধিক তারকা সেই আবেদনে সই করেছেন। বিবিসি, স্কাই, চ্যানেল ফোর এবং ভায়াকমের মত কিছু কিছু সম্প্রচারকারী সংস্থা ইতিমধ্যেই এর জন্য প্রাথমিক অর্থসাহায্য করেছে।
আবেদনে বলা হয়েছে, যৌন হেনস্থা বা অন্য নানা রকম ভাবে হেনস্থা বিনোদন জগতের একটা অঙ্গাঙ্গি অংশ হয়ে দাঁড়িয়েছে। এর মোকাবিলায় একটি বাইরের সংস্থাকে রাখা দরকার, যারা পরামর্শ দেবে, মধ্যস্থতা করবে এবং বাড়বাড়ি কিছু হলে দায়ী ব্যক্তিদের চিনিত করতে পারবে। ফিল্মের সেট হোক বা মঞ্চ, যেখানে এরকম ঘটনা ঘটবে, দ্রুত্ব ব্যবস্থা নিতে হবে। এমনভাবে তাকে কাজ করতে হবে, যা সারা পৃথিবীতে একটা উদাহরণ তৈরি করতে পারে।
বিনোদন জগতে যৌন হেনস্থার ঘটনাকে আজ আর কেউ 'অস্বাভাবিক' বলে দেখেন না। বরং বারবার প্রশ্ন উঠেছে, যেভাবে হেনস্থার ঘটনা ঘটিয়েও প্রভাবশালী অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে, তাতে আইনের নাগাল পেতেই হিমশিম খেতে হয় অভিযোগকারীদের। বলিউডে, এমনকি কলকাতার ফিল্ম ও নাট্যজগতেও এমন অভিযোগ উঠেছে। আবার উল্টো ঘটনাও ঘটে। অনেক সময় দেখা যায়, অভিযোগ ভুয়ো। সব মিলিয়েই গোটা বিষয়টি নিয়ে নতুন করে ভাবার দরকার রয়েছে। ব্রিটিশ অভিনেত্রীদের আবেদনে সেটাই আবার গুরুত্ব পেল।