শেষ আপডেট: 20th April 2024 23:15
দ্য ওয়াল ব্যুরো: একবাক্স চকোলেট উপহার পেয়েছিল একরত্তি। আনন্দে আত্মহারা হয়ে ক্স খুলেই মুখে পুরল চকোলেট। তারপরই বিপদ ঘনাল। মিলিয়ে গেল মুখের হাসি। চকোলেট খেয়ে ছোট্ট শিশুর এমন পরিণতি হবে তা কেউ ভাবতেও পারেনি। ঘন ঘন রক্তবমি হতে শুরু করল শিশুর। সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে দৌড়তে হল হাসপাতালে। বর্তমানে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছে একরত্তি।
জানা গিয়েছে পরিবারের সঙ্গে শিশুটি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তাঁর জন্য একটি চকোলেটের বাক্স কিনে আনে তাঁর আত্মীয়। সেটি স্থানীয় একটি দোকান থেকে কিনে আনা হয়েছিল। চকোলেট খাওয়ার খানিক পর থেকেই মুখ থেকে রক্ত বের হতে শুরু করে শিশুটির। চিকিৎসকরা পরীক্ষা করে জানায় বিষাক্ত খাবার খাওয়ার কারণেই এই অবস্থা হয়েছে।
ঘটনাটি পঞ্জাবের। অসুস্থ শিশুটি লুধিয়ানার বাসিন্দা। শিশুটির পরিবার জানিয়েছে, ওই আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময়ে শিশুটিকে উপহার হিসাবের একটি খাবারের বাক্স দেওয়া হয়। তাতে একাধিক মুখরোচক খাবার ছিল। সঙ্গে একটি চকোলেটের বাক্সও ছিল। সেই চকোলেট খেয়েই অসুস্থ হয়ে পড়ে বাচ্চাটি।
হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া চকোলেট খেয়েই তার এই দশা হয়েছে। শিশুর পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরেও। শুরু হয়েছে তদন্ত।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার, চকোলেট রাখত ওই দোকানী। তার দোকান থেকে খাবারের নমুনা নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেছে বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। চকোলেটও তাই। ফলে ওই চকোলেট খেয়েই ফুড পয়জনিং হয়ে যায় শিশুটির। দোকানীকে আটক করে জেরা করা হচ্ছে।