শেষ আপডেট: 1st November 2023 15:57
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের সঙ্গেই জড়িয়ে আছে উপহারের অনুষঙ্গ। দীপাবলিও তার ব্যতিক্রম নয়। কিন্তু উপহার দিতে গেলেই ‘কী দেওয়া যায়’ প্রশ্নটিই যেন জগদ্দল পাথরের মতো পথ আগলে দাঁড়ায়। অনিবার্য সেই সমস্যার হাত থেকে রেহাই দিতে আপনার জন্য রইল একটু অন্যরকমের উপহারের তালিকা।
১) আলো বা প্রদীপ
যেকোনও পুজো বা শুভ অনুষ্ঠানে আলো উপহার দেওয়া যেতে পারে। বেছে নিতে পারেন হাতে বানানো সুন্দর প্রদীপ, স্টিলের প্রদীপের স্ট্যান্ড বা এলইডি লাইট। ঠাকুরঘরে প্রতিমার সামনে একটা সুন্দর বাতিদান বা এলইডি লাইট লাগালে দেখতে বেশ ভাল লাগে। বড়দের জন্য এই উপহার চমৎকার!
২) হোমমেড চকলেট
৮ থেকে ৮০ সবাই চকলেট খেতে ভালবাসে। আর সেটা যদি হয় বাড়িতে কারও হাতে বানানো তাহলে তার স্বাদ এবং তৃপ্তি দুইই অনেক বেড়ে যায়। দীপাবলির সন্ধ্যায় বাড়ির ছোটদের উপহার দিতে পারেন হোমমেড চকলেট। অনলাইনে তো পেয়ে যাবেনই, কিন্তু নিজে একটু পরিশ্রম করে বানিয়ে নিতে পারলে আরও ভাল।
৩) শোপিস
উপহারের কথা উঠলেই অনেকে বেছে নেন এই সহজ বিকল্প। দীপাবলির সময় যে ধরনের শোপিস বেছে নিতে পারেন তার মধ্যে দেবতার মূর্তি অন্যতম। রুপোর দেববিগ্রহ দেখতে এতই সুন্দর হয় যে ঘরে সাজিয়ে রাখলে পরিবেশটাই যেন বদলে যায় মুহূর্তে।
৪) সুগন্ধি মোমবাতি
সম্প্রতি উপহার দেওয়ার জন্য অন্যতম পছন্দের সামগ্রী হয়ে দাঁড়িয়েছে সুগন্ধযুক্ত মোমবাতি। ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলার পাশাপাশি সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিকে। দীপাবলির উপহার হিসেবে অ্যারমেটিক মোমবাতির জুড়ি মেলা ভার।
৫) গিফট বক্স
দীপাবলির গিফট বক্স নিজের হাতেই চট করে বানিয়ে নিতে পারেন। কী কী থাকতে পারে এই গিফট বক্সে? থাকতে পারে মিষ্টি, চকলেট, ড্রাই ফ্রুটস, প্রদীপ এবং ফুল। আপনার ইচ্ছেমতো একটা গিফট বক্স বানিয়ে সুন্দর করে সাজিয়ে উপহার দিতে পারেন নিজের কাছের মানুষদের।