শেষ আপডেট: 20th March 2024 12:02
দ্য ওয়াল ব্যুরো: চিনের সুড়ঙ্গ-সড়কে যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৭ জন। উত্তর চিনের শাংশি প্রদেশে মঙ্গলবার ভারতীয় সময় দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বুধবার চিনের সরকারি সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে। সূত্রে জানা গিয়েছে, বাসটিতে ৫১ যাত্রী ছিলেন। দ্রুতগতির বাসটি সুড়ঙ্গ সড়কের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে।
সরকারি সংবাদ মাধ্যম জিনহুয়া মৃত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছে। তবে জখমদের অবস্থা কেমন আছে, তা নিয়ে কিছু জানানো হয়নি সরকারি তরফে। স্থানীয় সূত্র জানিয়েছে, হুবেই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর উদ্ধারকারীরা জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।
একইদিনে পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশে একটি ভোকেশনাল স্কুলের কাছে ভিড়ে ঠাসা এলাকায় গাড়ির ধাক্কায় ৩ জনের মৃত্যু ও ১৬ জন জখম হয়েছেন।