শেষ আপডেট: 26th June 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে বিরাটি স্টেশনে তুলকালাম কাণ্ড। বনগাঁ - মাঝেরহাট লোকাল ট্রেনে এক মহিলার বাজারের ব্যাগ থেকে উদ্ধার হল শিশু। অভিযোগ, পাচারের জন্য ট্রেনে ব্যাগে করে এক বছরের শিশুকে নিয়ে যাচ্ছিল ওই মহিলা। সন্দেহ হতেই মহিলাকে জিআরপি-র হাতে তুলে দেয় অন্যান্য যাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিরাটি স্টেশনে হইচই পড়ে যায়।
ইতিমধ্যে ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার অভিযোগও উঠেছে। মহিলাকে জেরা করে উদ্ধার হওয়া শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে শিশু পাচারের অভিযোগে অফিস টাইমে বিরাটি স্টেশনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যাত্রীরা বেশ অনেকক্ষণ ট্রেন অবরোধ করেন। একের পর ট্রেন আটকে পড়ে। পাল্টা ভিড় সরাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ তুলেছেন যাত্রীরা।
রেল পুলিশ সূত্রের খবর, বুধবার দত্তপুকুর থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন ওই মহিলা। তাঁর হাতে ছিল একটি বাজারের ব্যাগ। কিন্তু ব্যাগটি ক্রমশ নড়াচড়া করতেই অন্যান্য যাত্রীদের সন্দেহ হয়। এরপরই ব্যাগে কী রয়েছে সেবিষয়ে মহিলাকে জিজ্ঞাসা করেন কয়েকজন। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে দেখাতে বাধ্য হন তিনি। ব্যাগ খুলতেই যাত্রীদের বুঝতে আর বাকি থাকে না। ব্যাগে বন্দি করে শিশুকে নিয়ে যাচ্ছিল ওই মহিলা।
যাত্রীদের একাংশ দাবি জানায়, তাঁদের হাতে ওই মহিলাকে ছেড়ে দিতে হবে। কিন্তু পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এরপরই বিরাটি স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা রেললাইন অবরোধ করে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।