শেষ আপডেট: 29th August 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: ব্যাগের মধ্যে শিশুকে ভরে পাচারের চেষ্টা করছেন এক মহিলা! এই অভিযোগে বুধবার সকালে উত্তাল হয়েছিল বিরাটি স্টেশন। কিন্তু শিয়ালদহ রেল পুলিশ জানিয়ে দিল, এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। কোনও শিশু চুরির ঘটনাই ঘটেনি। যাকে চোর বলা হচ্ছে, সেই অভিযুক্ত মহিলাই আদতে বাচ্চাটির মা। রেলের প্রাথমিক তদন্তে এমন তথ্যই উঠে এসেছে।
বুধবার সাতসকালে বিরাটি স্টেশনে শিয়ালদহগামী লোকাল ট্রেনে ওঠা ওই মহিলাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার অভিযোগও উঠেছিল। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, বাচ্চাটি ওই মহিলারই। শিশু চুরির অভিযোগ একদমই সত্যি নয়। ইতিমধ্যে মহিলার পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
দত্তপুকুর থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনে উঠেছিলেন ওই অভিযুক্ত মহিলা। যাত্রীদের একাংশ দাবি করেছিল, তাঁর হাতে একটি বাজারের ব্যাগে ছিল শিশুটি। ব্যাগটি ক্রমশ নড়াচড়া করতেই সন্দেহ হয়েছিল তাঁদের। এরপরই ব্যাগে কী রয়েছে সে বিষয়ে মহিলাকে জিজ্ঞাসা করা হয়। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে ব্যাগ দেখাতে বাধ্য হন তিনি। এরপরই ওই মহিলা যাত্রীকে আটক করে রেল পুলিশের হাতে তুলে তারা।
এখন পুলিশের বক্তব্য, তারা সবদিক খতিয়ে দেখেছে। এই মহিলাই যে শিশুটির মা তাতে কোনও সন্দেহ নেই। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত রেল পুলিশের নিরাপত্তাতেই থাকবেন তিনি। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করেই বিরাটি স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা রেললাইন অবরোধ করে।