শেষ আপডেট: 26th July 2024 14:58
দ্য ওয়াল ব্যুরো: দেশে চিতার সংখ্যা বাড়াতে মধ্যপ্রদেশের কানহার জঙ্গলকে বেছে নেওয়া হয়েছে। বছর তিন আগে সংরক্ষিত ওই জঙ্গলে বিদেশ থেকে আনা বেশ কিছু চিতা ছেড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে ওই জঙ্গলের প্রতি আকর্ষণ ও নজরদারি দুই-ই বেড়েছে সমানতালে।
সম্প্রতি সেই জঙ্গলের একটি শিশু চিতার পায়ে ব্যান্ডেজ বাধ ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়। তথ্য জানার অধিকার আইনে অজয় দুবে আহত চিতার ছবিটি দরখাস্তের সঙ্গে যুক্ত করে জানতে চান, কানহায় এখন ক'টি চিতা আছে।
মধ্যপ্রদেশের বন দফতর তাঁকে লিখিত জবাবে তথ্য জানার আইনের নির্দিষ্ট ধারা উল্লেখ করে জানিয়েছে, এই তথ্য দেওয়া যাবে না। এজন্য তারা বিচিত্র যুক্তি পেশ করেছে।
তারা বলেছে, এই তথ্যের সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা, সুরক্ষা জড়িত। তাই এই তথ্য দেওয়া যাবে না। এই জবাব শুনে শুধু বন্যপ্রাণ প্রেমীরাই নন, সাধারণ মানুষও বিস্মিত। বন বিভাগ উত্থাপিত প্রশ্নের কোনও জবাব দিচ্ছে না।