শেষ আপডেট: 31st July 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মৃত্যু ঘিরে রাজধানীর নিকাশি ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। দিল্লি ও সংলগ্ন এলাকার ১৮টি নিকাশি খাল পলি জমে পুরোপুরি অকেজো হয়ে আছে বলে অভিযোগ করেছেন উপরাজ্যপাল বিকে সাক্সেনা। ঘটনায় ৩ সদস্যের কমিটি গড়েছে অমিত শাহের মন্ত্রক।
এমন পরিস্থিতিতে কোচিং সেন্টার নিয়ন্ত্রণের জন্য নতুন আইন আনতে চলেছে দিল্লির সরকার। বুধবার সংবাদসংস্থাকে একথা জানিয়েছেন আপের মন্ত্রী অতীশি। তিনি বলেন, "কোচিং সেন্টারগুলির সুরক্ষার জন্য এবার কর্মকর্তা, ছাত্রদের নিয়ে সমন্বয়ে কমিটি গঠন করা হবে।"
গত শনিবার ওল্ড রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন জন পড়ুয়া প্রাণ হারান। তাঁরা ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য সেখানে ভর্তি হয়েছিলেন। তখনই সামনে আসে, কোচিং সেন্টারের বেসমেন্টটি রাস্তার থেকে আট ফুট নীচে অবস্থিত। ঘটনার সময় প্রবল বৃষ্টিতে রাস্তায় কোমর সমান জল জমে গিয়েছিল।
ওই ঘটনায় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) আইন লঙ্ঘন করে বেসমেন্ট ব্যবহার করার অভিযোগ উঠেছিল সংশ্লিষ্ট কোচিং সেন্টারের বিরুদ্ধে। তদন্তে নেমে দিল্লি সরকার দেখে শুধু রাজিন্দর নগর নয়, মুখার্জি নগর, লক্ষ্মী নগর এবং প্রীত বিহারে এরকমই ৩০টি কোচিং সেন্টারের বেসমেন্ট রয়েছে। সেগুলি তৎক্ষণাই সীল করার পাশাপাশি আরও ২০০টি কোচিং সেন্টারকে নোটিস জারি করেছে সরকার।
অতীশি বলেন, "প্রতিটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে বেআইনিভাবে বেসমেন্ট তৈরির অভিযোগ প্রমাণিত হবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"