শেষ আপডেট: 27th October 2023 18:55
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরের বহু পুজো যেন তাঁদের পুরনো পরিচয় হারাচ্ছে। বরং ব্যক্তির নামে অনেকের কাছে পরিচিত হয়ে গিয়েছে সেই সব পুজো। যেমন শ্রীভূমি স্পোটিং ক্লাব মানেই অনেকে বলেন সুজিত বসুর পুজো। আবার চেতলা অগ্রণী মানেই ববি হাকিমের পুজো। এক সময়ে এভাবেই নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত ছিল।
সেই ধারা বজায় রেখে গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের পুজো এখন কারও কারও কাছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো বলে পরিচিত। শুক্রবার দেখা গেল, কার্নিভালে স্থান হয়েছে হিন্দুস্তান ক্লাবের প্রতিমার। আর সেই পুজোর শোভাযাত্রার পুরোভাগে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। পরনে গোলাপি পাড়ের হলুদাভ সোনালি রঙের শাড়ি। খোপায় ফুল। আর হাতে গাঁদা ফুল সহ পুষ্পপত্র নিয়ে গানের তালে নাচছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
বাংলায় ঘরে ঘরে নাচ গানের তালিমের রীতি বহু পুরনো। চন্দ্রিমা ভট্টাচার্য ছোটবেলায় নাচ শিখেছেন কিনা জানা যায়নি। হতে পারে এদিনের শোভাযাত্রার জন্যই নাচ প্র্যাকটিস করেছেন তিনি।
দেখা যায়, চন্দ্রিমা যখন নাচছেন তখন মঞ্চে বসে বড় হাতপাখায় হাওয়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাওয়া করার ব্যাপারটা অবশ্য ছিল প্রতীকী। যাঁরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাঁদের হাওয়া বাতাস দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। বার্তা এটাই।
রেড রোডে এদিনের কার্নিভালে আয়োজনের ত্রুটি ছিল না। একে আবহাওয়া ছিল খুবই মনোরম। হাল্কা হাওয়াও বইছিল। তার সঙ্গে বহুবর্ণে সাজানো ট্যাবলো ও শোভাযাত্রা দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছিল। পুলিশের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল সেখানে।