শেষ আপডেট: 23rd July 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোকে আরও ধুমধুাম করে আয়োজনের উদ্যোগ নিয়েছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আঙিনায় পৌঁছে গিয়েছে বাঙালির দুর্গোৎসব। শুধু ক্লাবগুলিকে অনুদানই নয়, বেশ কয়েক বছর ধরে শহর কলকাতায় জাঁকজমক করে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হয়। কলকাতা ও শহরতলির সব বড় পুজো কমিটিগুলি সেই কার্নিভালে অংশ নেয়। এই বছর দুর্গাপুজোর কার্নিভাল কবে? মঙ্গলবার সেই দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
প্রতিবারের মতো এবারও ক্লাবগুলিকে নিয়ে প্রাকপুজো প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই বৈঠকে মমতা ঘোষণা করেন, পুজোর পর কলকাতায় কার্নিভাল হবে ১৫ অক্টোবর। আর পুজো কমিটিগুলিকে ১৩, ১৪, ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জন দিতে হবে।
এবারে ৯ অক্টোবর ষষ্ঠী। অর্থাৎ হাতে মাত্র ৭৮ দিন! ১০ অক্টোবর সপ্তমী। দশমী ১৩ অক্টোবর। আর কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে আগামী ১৭ অক্টোবর। অর্থাৎ লক্ষ্মীপুজোর একদিন পরে হবে কার্নিভাল।
২০২২ সাল থেকে শহরের দুর্গাপুজোর কার্নিভাল আলাদা মাত্রা পেয়েছে। ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তারপর থেকে কার্নিভালের জৌলুস আরও বেড়েছে। প্রতি বছর এই কার্নিভালের অনুষ্ঠান দেখতে শহরে বহু মানুষ ভিড় জমান।
এদিনের বৈঠক থেকে পুজো ও বিসর্জন নিয়ে কমিটিগুলোকে বেশ কিছু নিয়মকানুন মেনে চলার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। যেমন বিসর্জনের জায়গায় স্থানীয় প্রশাসনকে আলোর ব্যবস্থা রাখতে হবে। আপৎকালীন পরিস্থিতি সামলানোর ব্যবস্থা, হাতের কাছে চিকিৎসক, নার্সদের রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে পুজো কমিটিগুলোকে বার্তা, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম জোরদার করতে হবে।
অন্যদিকে, এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটি পিছু ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী বছর এক লক্ষ টাকা করে দেবেন বলেও জানান তিনি। আর্থিক অনুদানের পাশাপাশি গত বছর পুজো কমিটিগুলোকে ফায়ার লাইসেন্স মকুব করা হয়েছিল, বিদ্যুৎ মাশুলে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। এবারও সেগুলি বজায় রয়েছে। তার উপরে বিদ্যুতে ছাড় বাড়ানো হয়েছে খানিকটা, ৬৬ থেকে ৭৫ শতাংশ।