আমেরিকার টেক্সাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা
শেষ আপডেট: 4th September 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার টেক্সাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার ভারতীয়ের। সূত্রের খবর, চারজনের দেহই পুড়ে ছাই হয়ে গিয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলাও ছিলেন।
সূত্রের খবর, টেক্সাসে একটি ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়। তার জেরেই আগুন লেগে যায় একটি এসইউভিতে। দুর্ঘটনার সময় তারা সবাই আরকানসাসের বেন্টনভিলে যাচ্ছিলেন।
জানা গিয়েছে, এসইউভিটিতে চার ভারতীয় ভ্রমণ করছিলেন। সেই সময়ই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ভয়াবহ আগুনের কারণে কোনও মতেই তাদের গাড়ির বাইরে বের করে আনা সম্ভব হয়নি। কয়েক মিনিটের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় গাড়ির ভিতরে থাকা চার ভারতীয়।
মৃতদের মধ্যে ছিলেন আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা এবং দর্শনি বাসুদেবন। আরিয়ান ওরমাপতি এবং তাঁর বন্ধু ফারুক শেখ তাদের আত্মীয়ের সঙ্গে দেখা করে ফিরছিলেন।
লোকেশ পালাচারলা তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে বেন্টনভিলে যাচ্ছিলেন। দর্শিনী বাসুদেবন টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি বেন্টনভিলে তাঁর মামার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
Four Indians, Including Two from Hyderabad, Killed in Fiery Multi-Vehicle Crash in Texas; DNA Fingerprinting to Identify Charred Bodies
— Sudhakar Udumula (@sudhakarudumula) September 4, 2024
A tragic multi-vehicle crash on U.S. 75 in Anna, Texas, claimed the lives of four Indian nationals, including two from Hyderabad, on Friday… pic.twitter.com/lKHQdxkoXS
মিডিয়া রিপোর্ট অনুসারে, একটি দ্রুতগামী ট্রাক এসইউভিকে পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। পুলিশ তাঁদের শনাক্ত করতে পেরেছে। কারণ তাঁরা একটি কারপুলিং অ্যাপের মাধ্যমে ওই এসইউভি গাড়িটি বুক করেছিলেন। তবে দেহ নিশ্চিত করে শনাক্ত করতে ডিএনএন পরীক্ষা করা হবে।
@DrSJaishankar Dear Sir, My daughter Dharshini Vasudevan holding Indian passport No-T6215559 have been in USA for the last 3 years, 2 years of MS studies and later 1 year of Employment and stays 3150 Avenue of the stars Apt 1110-Frisco,Texas-75034.
— Vasudevan (@VasuV1970) August 31, 2024
মেয়ের হদিশ পেতে দর্শিনী বাসুদেবনের বাবা ঘটনার তিন দিন আগে একটি টুইটার পোস্টে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করেছিলেন এবং তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কথাও জানিয়েছিলেন।
পোস্টে তিনি লিখেছিলেন, 'স্যার, আমার মেয়ে দর্শিনী বাসুদেবন। ভারতীয় পাসপোর্ট নং-টি৬২১৫৫৫৯। গত ৩ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। ২ বছর এমএস নিয়ে পড়াশোনা করে এবং পরে ১ বছর চাকরি করছে। সে টেক্সাসে থাকে। গতকাল সন্ধ্যায় সে অন্য তিন জনের সঙ্গে একটি কারপুলিং অ্যাপ থেকে গাড়ি বুক করেছিল। বিকেল পর্যন্ত আমাদের ম্যাসেজ করে। কিন্তু চারটের পরে তাঁর সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যায়নি। এমনকী যে তিনজনের সঙ্গে সে কারপুলিংয়ে ছিল, তাঁদের সঙ্গেও কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না।'