শেষ আপডেট: 19th June 2024 18:17
দ্য ওয়াল ব্যুরো: দুটি মোষকে বাঁচাতে গিয়ে রাস্তায় উল্টে গেল পুলকার। বুধবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের বিধাননগর এলাকায়। স্কুল ছুটির পরে ওই গাড়িটিতে চড়ে বাড়ি ফিরছিল একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের কয়েকজন ছাত্রী। এই দুর্ঘটনায় নয়জন পড়ুয়া আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে, একজন পায়ে চোট পেয়েছে। স্থানীয়রা আহত পড়ুয়াদের উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ফুলঝোর এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। ছুটির পরে সেই স্কুলের কয়েকজন পড়ুয়াকে নিয়ে এদিন বাড়ি পৌঁছতে যাচ্ছিল একটি পুলকার। বিধাননগরের রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলকারটির সামনে আচমকাই দুটি মোষ চলে আসে। মোষ দুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়িটির চালক। রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি। এতে গাড়ির মধ্যে আটকে পড়ে পুলকারের চালক ও পড়ুয়ারা। স্কুল পড়ুয়াদের চিৎকার শুনে পথচারীরা ছুটে যান। পড়ুয়া ও চালকদের উদ্ধার করে স্থানীয়রাই হাসপাতালে পাঠান।
পুলকারের চালক জানিয়েছেন, রাস্তার পাশের জঙ্গল থেকে দুটি মোষ ছুটতে ছুটতে বেরিয়ে আসে। তাদের বাঁচাতে গিয়ে গাড়িটি উল্টে যায়। গাড়ির গতি ৪০-৪৫ কিলোমিটারের বেশি ছিল না।
প্রত্যক্ষদর্শী এক বাইক চালক বলেন, "পুলকারের পিছনেই বাইক চালিয়ে আসছিলাম। হঠাৎ দেখি ছুটতে ছুটতে দুটি মোষ ওই পুলকারের সামনে চলে আসে। ওই মোষ দুটিকে বাঁচাতে গিয়েই পুলকারটি উল্টে যায়। যদিও একটি মোষ গাড়িটির ধাক্কায় পড়ে গেছিল।"
এই ঘটনার পর থেকে ওই স্কুল পড়ুয়াদের অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। শহরের রাস্তায় অবাধে গবাদি পশুর চলাফেরা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পাশাপাশি পুলকার চালকদের বেপরোয়া গাড়ি চালানো নিয়েও প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন।