শেষ আপডেট: 30th July 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি চুরি রুখতে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিটে।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম মহম্মদ ফিরোজ। এদিন জাকারিয়া স্ট্রিটে রাজস্থান গেস্ট হাউসের সামনে নিজের গাড়ি ধুচ্ছিলেন ফিরোজ। পাশের কল থেকে গাড়ি ধোয়ার জন্য জল ভরছিলেন তিনি। চাবি গাড়িতেই লাগানো ছিল। সেই সময়ে হঠাৎ করেই এক যুবক ফিরোজের ট্যাক্সি চালিয়ে পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ ‘চোর-চোর’ বলে চিৎকার করে গাড়ির পিছনে ছুটে যান তিনি। আশপাশের লোকজনও ধাওয়া করতে থাকে।
এরপরই চোর যাতে গাড়ি নিয়ে চালাতে না পারে সেই জন্য চালকের আসনের খোলা জানালা দিয়ে হাত ঢুকিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে দেন ফিরোজ। সেই সময় অভিযুক্ত যুবক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের লাইট পোস্টে। গাড়ি আর পোস্টের মাঝে পড়ে যান ফিরোজ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর এলাকাবাসীরা অভিযুক্ত জাভেদ আহমেদকে পাকড়াও করে ফেলে। ২৯ বছরের যুবককে জোড়াসাঁকো থানার হাতে তুলে দেয় স্থানীরা।
ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে চুরি ও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। কীভাবে প্রকাশ্যে এমন দু:সাহসিক চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।