শেষ আপডেট: 27th May 2024 18:42
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাস্তায় উপড়ে পড়া ইলেকট্রিক পোল টপকে যেতে গিয়ে চারচাকা গাড়ি পড়ল সেচখালে। বরাত জোরে রক্ষা পেলেন চালক ও আরোহীরা।
সোমবার দুর্ঘটনাটি ঘটে খণ্ডঘোষের তোড়কনার কাছে বর্ধমান বোয়াইচণ্ডী রোডে। ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাস্তার উপরে ভেঙে পড়েছিল একটি ইলেকট্রিক পোল। টপকে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চারচাকা গাড়িটি। সড়কপথ থেকে গাড়িটি নেমে গিয়ে পড়ে সেচখালে। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন আশেপাশের মানুষ। তাঁরা উদ্ধার কাজে হাত লাগান। পরে পুলিশ এসে সেচখাল থেকে গাড়িটি তোলার ব্যবস্থা করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটি এদিন মোগলমারী থেকে বাঁকুড়ার ইন্দাসের দিকে যাচ্ছিল। তার আগেই রেমালের দাপটে ওই পথের উপরে ভেঙে পড়েছিল ইলেকট্রিক পোল। লতা পতায় মোড়া অবস্থায় আসলে পথের উপর যে ইলেকট্রিক পোল পড়ে তা বুঝতে পারেননি গাড়ি চালক। তিনি যখন বুঝতে পারেন তখন আর গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি। পথের ধারে ক্যানেলে গাড়িটি নেমে যায়। গাড়ির চালক অল্প বিস্তর চোট পেলেও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।