শেষ আপডেট: 30th August 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুন কাণ্ডে এবার লালবাজারে অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। আগামী ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে এই মিছিল করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
একই সঙ্গে ৩ সেপ্টম্বর রাজ্যজুড়ে চিকিৎসকরা কর্মবিরতি করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তাঁরা। আন্দোলনকারী পড়ুয়াদের তরফে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, "সহপাঠী খুনের পর ২১ দিন অতিক্রান্ত। এখন অভিযুক্তদের অনেককেই চিহ্নিত করতে পারেননি তদন্তকারীরা। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। তাই সিপির পদত্যাগ চেয়ে এবার আমরা লালবাজার অভিযান করব।"
বৃহস্পতিবার আরজি করে আন্ত:কলেজ সেমিনারে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। অর্থাৎ ২ সেপ্টেম্বরের লালবাজারের অভিযানে শুধুই আরজি করের ডাক্তারি পড়ুয়ারা থাকবেন এমনটা নয়। ওই দিন কখন মিছিল শুরু হবে, কোন রুট ধরে আন্দোলনকারীরা লালবাজারে পৌঁছবেন তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।
৯ অগস্ট থেকে ৩০ অগস্ট। ২১ দিন অতিক্রান্ত। আরজি করে নিহত ডাক্তারি ছাত্রীর বিচারের দাবিতে আন্দোলন জারি রেখেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। সুপ্রিম কোর্টের অনুরোধ, মুখ্যমন্ত্রীর আহ্বানের পরও তাঁদের সাফ কথা, "আমরাও কাজে ফিরতে চাই। কিন্তু যে দাবিতে আন্দোলন সেই দাবি পূরণ না হলে কীভাবে ফিরব কাজে?"
৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করলেও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার থেকে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলেও তাঁরা মনে করছেন, এঘটনায় আরও কেউ কেউ জড়িত থাকতে পারে। তাঁদের মতে, কারও একার পক্ষে এঘটনা ঘটানো সম্ভব নয়।
এবার পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে পথে নামতে চলেছেন তাঁরা। কিঞ্জল নন্দ বলেন, "আন্দোলন প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। যতক্ষণ না সহপাঠীর দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে।"