শেষ আপডেট: 15th July 2024 00:15
দ্য ওয়াল ব্যুরো: মঞ্চ হোক কিংবা চেম্বার। কথা বলার সময় অনেকেই নানারকম বডি ল্যাঙ্গোয়েজ প্রকাশ করেন। কথার সূত্রে যে সকলে এমনটা করেন, তা নয়। কেউ কেউ অভ্যাস বশতঃ কথা বলতে বলতেও এমনটা করে থাকেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের যেমন কথা বলতে বলতে বারে বারে ঘাড় কাত করা বা বাঁকানোর অভ্যাস রয়েছে। আর সেই অভ্যাসই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করল ৭৮ বছর বয়সি ট্রাম্পকে।
স্থানীয় সময় শনিবার সন্ধে সওয়া ৬টা নাগাদ জনসভায় মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় কাছের বহুতল থেকে এক বন্ধুকবাজ ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান। অল্পের জন্য মাথার পরিবর্তে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের বাঁ কানের উপরের অংশে গুলি লাগে। প্রাণে রক্ষা প্রাণ ট্রাম্প।
Slow-motion footage shows Trump moving just in time as a bullet clips his ear. pic.twitter.com/zNHPoRazzS
— David Gokhshtein (@davidgokhshtein) July 14, 2024
রক্ষীদের পাল্টাগুলিতে নিহত হয় বন্দুকবাজ দুষ্কতী। মারা যান ট্রাম্পের এক সমর্থকও। ওই হামলার ঘটনার দুটি ভিডিও ফুটেজ সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতেই ট্রাম্পের ওই ঘাড় কাত করা বা বাঁকানোর দৃশ্য সামনে এসেছে। যা থেকে স্পষ্ট, এই অভ্যাস না থাকলে বাঁ কানের উপরের অংশের পরিবর্তে গুলি লাগত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মাথায়। যার অর্থ নিশ্চিত মৃত্যু!
Another new video POV from behind the stage moments BEFORE & after shots rang out at the Trump rally. pic.twitter.com/eO8njBARhH
— Moshe Schwartz (@YWNReporter) July 14, 2024
ভাইরাল ভিডিও দুটিতে সেই দৃশ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাতে দেখা যাচ্ছে, গুলি চলার ঠিক আগের মুহূর্তে সেকেন্ডের ভগ্নাংশে ঘাড় বাঁকিয়েছিলেন ট্রাম্প। তা না হলে যে কী হত, ভেবেই শিউড়ে উঠছেন তাঁর সমর্থক এবং অনুরাগীরা।