শেষ আপডেট: 13th September 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শুক্রবার বিকেলে লালবাজার অভিযানে নামল বামেরা। নেতৃত্বে রয়েছেন দলের বর্ষীয়ান নেতা, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
তাৎপর্যপূর্ণভাবে এদিন ৩০ ঘণ্টার কর্মসূচি নিয়ে পথে নেমেছে বামেরা। বিমান বসু জানিয়েছেন, যেখানে বাধা দেওয়া হবে, সেখানেই কর্মী সমর্থকদের নিয়ে অবস্থানে বসে পড়বেন তাঁরা। অবস্থান চলবে আগামীকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত।
অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় লৌহপ্রাচীরে মোড়া হল কলকাতা পুলিশের সদর দফতর। অতীতে ২ সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের অভিযানকে ঘিরেও একই ছবি দেখা গিয়েছিল লালবাজারে।
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনে দোষীদের কঠোরতম শাস্তি, তথ্যপ্রমাণ লোপাটে জড়িতদের হেফাজতে নেওয়া এবং কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগের দাবিতে ১৩ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক আগেই দিয়েছিল বামেরা। পূর্ব নির্ধারিত সেই ঘোষণা অনুযায়ী, এদিন বউবাজার থেকে লালবাজারের উদ্দেশে মিছিল শুরু করেছে বামেরা।
দলের সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে মাল্যদান করে মিছিল শুরু হয়। কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশে বিমান বসু বলেন, "পুলিশ কমিশনারকে গিয়েই জিজ্ঞেস করুন না, ওনার কি সত্যিই যোগ্যতা রয়েছে ওই পদে বসার?" একই সঙ্গে তিনি জানান, "আমরা যুদ্ধ করার জন্য পথে নামিনি। নেমেছি নির্দিষ্ট দাবি নিয়ে। পুলিশ যেখানে আটকাবে আমরা সেখানেই অবস্থানে বসে পড়ব।"
এদিকে বামেদের এই অভিযান ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে লালবাজারের। গত ২ সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানকে ঘিরে ফিয়ার্স লেনে যেভাবে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছিল, এদিনও সেই একই ছবি সামনে এসেছে। ৯ ফুট উচ্চতার লৌহ প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতর।
ফিয়ার্স লেনের অদূরে বি বি গাঙ্গুলি স্ট্রিটে লোহার ব্যারিকেডে আটকে দেওয়া হয় বামেদের। তবে পাল্টা প্রতিরোধের পথে না হেঁটে সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু করেন বাম কর্মী, সমর্থকরা। বিমানবাবু জানিয়েছে, রাতভর চলবে এই অবস্থান কর্মসূচি।