শেষ আপডেট: 7th June 2024 20:21
দ্য ওয়াল ব্যুরো: দিলীপ ঘোষের পর এবার অমৃতা রায়। ভোটে পরাজয়ের কারণে দলের একাংশ নেতৃত্বর বিরুদ্ধে এবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন কৃষ্ণনগরের রানিমা। একই সঙ্গে ভোটের প্রচারের জন্য দিল্লি থেকে আসা টাকা নয়ছয় হয়েছে বলেও বড় অভিযোগ করেছেন অমৃতাদেবী। এ ব্যাপারে শীর্ষ নেতৃত্বর কাছে তিনি তদন্তের দাবি জানাচ্ছেন বলেও সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন।
চব্বিশের লোকসভা ভোটে রাজ্যের হটস্পট কেন্দ্রগুলির অন্যতম কৃষ্ণনগর। সংসদে প্রশ্ন ঘুষ কাণ্ডে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ করেছিল লোকসভার এথিক্স কমিটি। সেই মহুয়াকেই এবার লোকসভা ভোটে ফের কৃষ্ণনগরে প্রার্থী করেছিল তৃণমূল।
অন্যদিকে কৃষ্ণনগরের রানিমাকে প্রার্থী করে বিজেপি। স্বয়ং মোদী টেলিফোনে রানিমার সঙ্গে কথা বলেছিলেন, এমনকী তাঁর হয়ে ভোট প্রচারে দু'বার কৃষ্ণনগরে এসেওছিলেন প্রধানমন্ত্রী। তবে ফল প্রকাশের পর দেখা যায়, বিজেপি প্রার্থী অমৃতাকে ৫৬ হাজার ৭০৫ ভোটে পরাজিত করে শেষ হাসি হেসেছেন মহুয়া।
এরপরই নিজের পরাজয়ের জন্য প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে কৃষ্ণনগরের রানিমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়ের অভিযোগ, "আমার হারের পিছনে রয়েছেন এই জেলার নেতৃত্ব।"
নিজের অভিযোগের সপক্ষে রানিমা বলেন, "ভোটের কাজে কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছিল তা নয়ছয় হয়েছে। আমি এ ব্যাপারে শীর্ষ নেতৃত্বর কাছে তদন্তের দাবি জানাচ্ছি।"
ক্ষোভের সুরে রানিমা বলেন, "শুধু মোদী হাওয়ায় কি ভোট হয় নাকি? ভোট পরিচালনা করেন কর্মীরা, অথচ তাঁদেরই যদি সন্তুষ্ট না করা হয়, তাহলে ভোটটা করাবে কে? আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি, ভোটের বহু টাকা নয়ছয় হয়েছে।"
বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এ ব্যাপারে বিজেপির জেলা বা রাজ্য নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। বস্তুত, দলের একাংশের বিরুদ্ধে 'কাঠিবাজি'র অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছেন বর্ধমান-দুর্গাপুরের পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ।