শেষ আপডেট: 11th July 2023 10:27
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি আসনে জয়লাভের মাত্র ৩ মাসের মধ্যে ডিগবাজি খেয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রাথী বাইরন বিশ্বাস। একসময়ে তাঁর নিজের তৃণমূলকে কিনে নেওয়ার ক্ষমতা রয়েছে বলে দাবি করেও শেষমেশ তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন বাইরন। কিছুদিন আগেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু জায়গায় সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। সেই ইঙ্গিতকে সত্যি প্রমাণ করে এবার পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election) গ্রামসভায় জিতেই গণনাকেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে যোগদান করলেন সিপিএম প্রার্থী (CPM candidate joins TMC)।
কালনার কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের হয়ে গ্রামসভার আসনে প্রার্থী হয়েছিলেন গীতা হাঁসদা। সেখানে জিতেও যান তিনি। গ্রাম পঞ্চায়েতে মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনেই জয় লাভ করেছে, মাত্র একটি আসনেই জয় পেয়েছে সিপিএম। কিন্তু জয়ের পর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এসেই গীতা তৃণমূলে যোগদান করেন।
এই বিষয়ে তাঁর দাবি, তিনি নাকি আগে তৃণমূল করতেন। বহু বছর দল করার পর কোনও কারণে মনোমালিন্য হওয়ায় সিপিএমে যোগ দিয়েছিলেন বলে দাবি গীতার। সেই কারণ খোলসা করতে চাননি তিনি। তবে এখন মাথা ঠান্ডা হতেই ফের তৃণমূলে যোগ দিলেন বলে জানিয়েছেন গীতা।
যদিও বামেদের দাবি, চাপের কারণে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন গীতা। যদিও সেই দাবি অস্বীকার করেছে তৃণমূল।
তেহট্টে গণনার মাঝেই জয়োল্লাস! তৃণমূল বিধায়ককে লাঠি মারার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে