শেষ আপডেট: 19th January 2023 04:35
দ্য ওয়াল ব্যুরো: জোশীমঠের (Joshimath) পরিস্থিতি আগের থেকে ঠিক আছে, সেখানে ৬৫-৭০ শতাংশ মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। আগামী চার মাসের মধ্যেই চারধাম যাত্রা শুরু হবে। তখন এই অবস্থা আরও উন্নত হয়ে যাবে। বুধবার সংবাদমাধ্যমে একথাই জানালেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (CM Pushkar Singh Dhami)।
ধামি বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জোশীমঠের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তিনি এখানকার বর্তমান পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্তরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তাঁকে বলতে শোনা যায়, জোশীমঠের পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। দেশের অন্য অংশে বসে থেকে জোশীমঠ নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা হচ্ছে।
এরপর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও বলেন, "আউলিতে এখন সবকিছু স্বাভাবিক। ওই জায়গা পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। তাঁরা এখনও সেখানে আসছেন। অন্যদিকে আর চারমাস পরেই চারধাম যাত্রা শুরু হবে। দলে দলে তীর্থযাত্রীরা তখন আসবেন। জোশীমঠ হয়েই তাঁরা কেদারনাথ এবং বদ্রীনাথের দিকে এগিয়ে যাবেন।"
মদ্যপানের বয়স কমিয়ে ১৮, তীব্র আপত্তির মুখে পিছু হটল কর্নাটকের বিজেপি সরকার