শেষ আপডেট: 14th December 2022 07:08
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: লালন শেখের (Lalan Sheikh) দেহ (Death Body) নিয়ে রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিসের (CBI Camp Office) সামনে ধর্নায় বসল পরিবার। সিবিআই অফিসারদের গ্রেফতারের দাবি জানিয়ে ধর্না চলছে। অনেকের হাতেই এই দাবিতে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।
সিবিআই হেফাজতে মৃত লালনের পরিবার প্রথমে দেহ নেবে না বলে জানায়। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে লালনের স্ত্রী রেশমা বিবি জানান, যতক্ষণ না অভিযুক্ত সিবিআই কর্তারা গ্রেফতার হচ্ছে ততক্ষণ তাঁরা দেহ নেবেন না।
তবে সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার সিআইডি নেওয়ার পর ঘটনাক্রমে পরিবর্তন আসে। বুধবার সকালে লালনের দেহ নিতে রাজি হয় পরিবার। রামপুরহাট হাসপাতাল থেকে থেকে দেহ বগটুই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিজনরা হঠাৎই দেহ নিয়ে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে পৌঁছে যান। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
প্রায় আধঘণ্টা ধরে সিবিআই অফিসের বাইরে বিক্ষোভ দেখান লালনের পরিজনরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে, লালনের মৃত্যু নিয়ে রাজ্য পুলিশ সিবিআই-এর বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছিল, তা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গেল সিবিআই।
'জিভ কেটে নিয়েছে সিবিআই'! ফের বিস্ফোরক অভিযোগ লালনের স্ত্রীর, নিলেন না দেহ